রবিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে রাখি বন্ধন উৎসব পালন করার কথা ছিল। সেইমতো বিদ্যাসাগর হলে অনুষ্ঠানের জন্য আগাম ভাড়া মিটিয়ে দেওয়া হলেও কোনো কারণ ছাড়াই সেই রাখি বন্ধন উৎসব পালন করার অনুমতি দেয়নি বিদ্যাসাগর হল কর্তৃপক্ষ বলে অভিযোগ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তারা। ঠিক কি কারণে এই অনুষ্ঠানে বাধা দেওয়া হল, সেবিষয়েও সুস্পষ্ট কোনো ব্যাখ্যা করেননি বিদ্যাসাগর হল কর্তৃপক্ষ।
এবিষয়ে রবিবার সন্ধ্যায় এবিষয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফে জানানো হয় যে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ সমগ্র বিশ্বের সর্ববৃহৎ এক সামাজিক সংগঠন। প্রতি মুহূর্তেই মানব সমাজের কল্যাণে তারা নিয়োজিত। এই কার্যক্রম বাধা দিয়ে সংগঠনের আস্থা ও নিষ্ঠা আঘাতপ্রাপ্ত হল যার জন্য তারা অত্যন্ত ব্যথিত ও দুঃখিত। বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের এই পূর্ণ অসহযোগিতার বিরুদ্ধে তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছে।