এখনও পর্যন্ত ৭ হাজার মানুষকে আফগানিস্তান থেকে উদ্ধার করেছে আমেরিকা

কাবুলের ক্ষমতা তালিবানের হাতে যাওয়া পর পাঁচ দিন হয়ে গেল। যত ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে, তত আফগানিস্তানে বাড়ছে অরাজকতা। আফগানিস্তানের ক্ষমতা দখলের পর প্রথমবার বিরোধিতা আসতেই স্বমহিমায় ফিরেছে তালিবান। তারইমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, নির্ধারিত সময়ের পরও আফগানিস্তানে থাকতে পারে মার্কিন সেনা। তবে তা শুধুমাত্র মার্কিন নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য। আফগানিস্তানের বিভিন্ন প্রান্তে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হচ্ছে তালিবানি শাসনের বিরুদ্ধে। সেটা বন্দুকের নলের সাহায্যে বন্ধ করতে উদ্যোগী মৌলবাদীরা। তবে বিশ্বের কাছে ভালো সাজার জন্য তালিবানিরা বলছে কাবুল এয়ারপোর্টে লোকজনদের জমায়েত না হতে। তাদের কথায়, সবাই বাড়ি ফিরে যান, আমরা কারও ক্ষতি করব না। তবে তালিবানিদের ট্র্যাকরেকর্ড দেখে তাদের ওপর ভরসা পাওয়া ভার।

19 Aug 2021, 10:45:45 PM IST
মোট ৭ হাজার জনকে উদ্ধার
আপাতত কাবুলে প্রায় ৫২০০ মার্কিন সেনা উপস্থিত আছে ও তারা প্রায় ৭০০০ মানুষকে উদ্ধার করেছেন বলে মার্কিন সেনাকর্তা জানিয়েছেন।

19 Aug 2021, 08:02:29 PM IST
কাবুলে বিমান থেকে পড়ে মৃত্যু আফগান জাতীয় দলের ফুটবলারের : রিপোর্ট
আফগান সংবাদসংস্থা আরিয়ানাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, কাবুল বিমানবন্দরে বিমান থেকে পড়ে মৃত্যু জাতীয় দলের এক ফুটবলারের। আরিয়ানা জানিয়েছেন, মার্কিন বায়ুসেনার সি-১৭ বিমান থেকে জাকি আনওয়ারি পড়ে যান। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে জেনারেল ডিরেক্টরেট ফর স্পোর্টস।

19 Aug 2021, 07:39:55 PM IST
ভয়াবহ দৃশ্য, মার্কিন বিমান থেকে পড়ে যাওয়া এক ব্যক্তি ছিলেন চিকিৎসক : রিপোর্ট
ভয়াবহ দৃশ্য, মার্কিন বিমান থেকে পড়ে যাওয়া এক ব্যক্তি ছিলেন চিকিৎসক : রিপোর্ট – পড়ুন এখানে

19 Aug 2021, 07:33:14 PM IST
কাউন্সিলের মাধ্যমে আফগানিস্তান চালাতে পারে তালিবান
আগামিদিনে তালিবান কীভাবে সরকার চালাবে, সংবাদসংস্থা রয়টার্সকে সেই আভাস দিয়েছে তালিবান নেতৃত্বের ঘনিষ্ট ওয়াহিদুল্লাহ হাসিমি। সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছে, এ বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। তবে কাউন্সিল তৈরির দিকেই তালিবান ঝুঁকে আছে বলে মনে করা হচ্ছে।

19 Aug 2021, 07:19:04 PM IST
আফগানিস্তানের পঞ্জশির উপত্যকায় তালিবানের বিরুদ্ধে শক্তি তৈরি হচ্ছে : রাশিয়া
রাশিয়া : আফগানিস্তানের পঞ্জশির উপত্যকায় তালিবানের বিরুদ্ধে শক্তি তৈরি হচ্ছে। যে কাজে নেতৃত্ব দিচ্ছে উপ-রাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ এবং তালিবান-বিরোধী যোদ্ধার ছেলে আহমেদ মাসুদ।

19 Aug 2021, 06:13:16 PM IST
এবার আফগানিস্তান ক্রিকেট বোর্ডে পা পড়ল তালিবানের
এবার আফগানিস্তান ক্রিকেট বোর্ডে পা পড়ল তালিবানের – আরও পড়ুন

19 Aug 2021, 05:39:22 PM IST
কোনও ঋণ মিলবে না, IMF-র ‘কড়া ডোজের’ মুখে তালিবান
আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ) জানিয়েছে যে ১৯০ টি দেশের যে সংস্থা আছে, সেখান থেকে এই মুহূর্তে কোনও ঋণ বা সম্পদ পাবে না আফগানিস্তানের তালিবান ‘সরকার’।

19 Aug 2021, 04:55:37 PM IST
সবুজ সংকেত তালিবানের, আফগানদের বিরুদ্ধে ODI সিরিজ খেলবে পাকিস্তান : রিপোর্ট
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, নির্ধারিত সূচি মেনেই শ্রীলঙ্কায় আফগানিস্তানের সঙ্গে একদিনের ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান। তা নিয়ে তালিবান সবুজ সংকেত দিয়েছে বলেই ইঙ্গিত মিলেছে। আগামী ১ সেপ্টম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত হাম্বানটোটায় সেই ম্যাচ হওয়ার কথা।

বাবর আজম। (ফাইল ছবি)
বাবর আজম। (ফাইল ছবি) (Reuters)
19 Aug 2021, 04:21:11 PM IST
হত্যালীলা ‘পরিবর্তিত’ তালিবানের, বিক্ষোভকারীদের উপর গুলি, মৃত্যু অনেকের: রিপোর্ট
হত্যালীলা ‘পরিবর্তিত’ তালিবানের, বিক্ষোভকারীদের উপর গুলি, মৃত্যু অনেকের: রিপোর্ট – আরও পড়ুন

19 Aug 2021, 04:04:53 PM IST
‘‌দিদিকে ভরসা করলে কপালে তালিবানের গুলি’‌, ফের বেফাঁস মন্তব্যে বিতর্কে দিলীপ
‘‌দিদিকে ভরসা করলে কপালে তালিবানের গুলি’‌, ফের বেফাঁস মন্তব্যে বিতর্কে দিলীপ – আরও পড়ুন।

19 Aug 2021, 03:48:50 PM IST
জালালাবাদ এবং পাকতিয়াতেও তালিবানি নিপীড়ন : রিপোর্ট
ব্রিটিশ সাম্রাজ্যবাদ শক্তির থেকে মুক্তির জন্য ১৯ অগস্ট আফগানিস্তানে স্বাধীনতা দিবস পালিত হয়। কিন্তু এবার সেই স্বাধীনতা দিবসের দিনচারেক আগেই আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালিবান। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার পূর্ব আফগানিস্তানের জালালাবাদ এবং পাকতিয়া থেকেও তালিবানি নিপীড়নের খবর মিলেছে। আপাতত সেখান থেকে প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। তবে বুধবার জালালাবাদে তালিবান-বিরোধী মিছিলে চলেছিল গুলি। তাতে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়।

19 Aug 2021, 03:39:27 PM IST
আফগান জেল থেকে সব ‘রাজনৈতিক বন্দিদের’ মুক্তির ঘোষণা তালিবানের
আফগানিস্তানের জেল থেকে সমস্ত রাজনৈতিক বন্দিকে ছেড়ে দেওয়ার ঘোষণা করল তালিবান। তালিবানের মুখপাত্র কারি ইউসুফ আহমেদিকে উদ্ধৃত করে রাশিয়র সংবাদসংস্থা স্পুটনিক জানিয়েছে, হিবাতুল্লাহ আখুন্ডজাদা আফগানস্তানের সমস্ত জেল থেকে সব রাজনৈতিক বন্দিদের ছেড়ে দেওয়ার ঘোষণা করেছে। ওই বন্দিদের আগামিকাল পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

19 Aug 2021, 03:31:48 PM IST
দেশে ফিরল মায়া, রুবি ও ববি, কাবুলে ভারতীয় দূতাবাসের ৩ রক্ষী
দেশে ফিরল মায়া, রুবি ও ববি, কাবুলে ভারতীয় দূতাবাসের ৩ রক্ষী – আরও পড়ুন

19 Aug 2021, 03:18:00 PM IST
হত্যালীলা ‘পরিবর্তিত’ তালিবানের, বিক্ষোভকারীদের উপর গুলি, মৃত্যু অনেকের : রিপোর্ট
যত সময় যাচ্ছে, তত দেওয়াল লিখনটা স্পষ্ট হচ্ছে। মুখে পরিবর্তনের শান্তির প্রতিশ্রুতি দিয়েও বিরোধিতা হলেই গুলি চালানোর পথেই হাঁটছে তালিবান। তেমনই খবর মিলল আফগানিস্তানের আসাদাবাদ শহর থেকে। সেই ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে। ওই সংবাদসংস্থা জানিয়েছে, আফগানিস্তানের পতাকা উড়িয়ে যাঁরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। হুড়োহুড়ির জেরে অনেকে পদপিষ্টও হয়েছেন। তার জেরে একাধিক প্রাণহানির খবর মিলেছে। তবে সরাসরি গুলিবিদ্ধ হয়ে নাকি পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

19 Aug 2021, 01:34:40 PM IST
তালিবানের ‘পরিবর্তন’? আফগানদের দেশ ত্যাগে বাধা, ছেড়ে দেওয়ার দাবি আমেরিকার
সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, কাবুল বিমানবন্দরে আসার পথে বিভিন্ন চেকপোস্টে টহল দিচ্ছে তালিবান। আফগানদের বিমানবন্দরে আসতে দিচ্ছে না জঙ্গিরা। আফগানদের যাতে সুরক্ষিতভাবে বিমানবন্দরে আসতে দেওয়া হয়, সেই দাবি জানাল আমেরিকা।

19 Aug 2021, 12:49:19 PM IST
ভারতীয় দূতাবাস থেকে গাড়ি চুরি তালিবানের, বাড়ি গিয়ে খোঁজ আফগান গোয়েন্দাদের
কান্দাহার এবং হেরাটে বন্ধ থাকা ভারতের দূতাবাসে গিয়েছিল তালিবানের জঙ্গিরা। নথির জন্য কান্দাহারের দূতাবাসে আলমারি খতিয়ে দেখা হয়। দুটি দূতাবাস থেকেই গাড়ি চুরি করেছে তালিবান জঙ্গিরা। যে আফগানরা ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটির হয়ে কাজ করেছিলেন, কাবুলে তাঁদের বাড়ি-বাড়ি খোঁজা চলছে। সূত্রের খবর এমনটাই।

19 Aug 2021, 10:59:56 AM IST
তালিবান আছে তালিবানেই, কাবুলে ঢাকা হল মহিলাদের ছবি, চলল ভাঙচুর
কাবুলের একাধিক দোকানে মহিলাদের ছবি ঢেকে দেওয়া হল বা ভাঙচুর চালানো হল। এমনই অভিযোগ উঠেছে তালিবানের বিরুদ্ধে।

নয়াদিল্লিতে কান্নায় ভেঙে পড়েছেন আফগান মহিলা।
নয়াদিল্লিতে কান্নায় ভেঙে পড়েছেন আফগান মহিলা। (REUTERS)
19 Aug 2021, 08:39:33 AM IST
তালিবানের দখলে আফগানিস্তান, দিল্লিতে দাম বাড়ল ড্রাই ফ্রুটসের
তালিবানের দখলে আফগানিস্তান। তার জেরে বিঘ্নিত হয়েছে ড্রাই ফ্রুটসের আমদানি। নয়াদিল্লিতে বেড়েছে দাম। এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। এক ব্যবসায়ী জানিয়েছেন, আফগানিস্তানের আলমন্ডের দাম বেড়ে গিয়েছে। প্রতি কেজিতে দাম বেড়েছে ৫০০ টাকা থেকে ১,০০০ টাকা।

19 Aug 2021, 08:18:42 AM IST
‘চটি খুলে বুট গলানোরও সুযোগ পাইনি’, দাবি ‘খালি-হাতে’ পালানো আফগান প্রেসিডেন্টের
‘চটি খুলে বুট গলানোরও সুযোগ পাইনি’, দাবি ‘খালি-হাতে’ পালানো আফগান প্রেসিডেন্টের – আরও পড়ুন

19 Aug 2021, 08:18:22 AM IST
ছুটছে বিমান, তালিবান আতঙ্কে ডানার তলায় বসে আফগানরা
দেশ ছাড়তে যে কতটা মরিয়া আফগানরা, আবারও মিলল সেই প্রমাণ। দিনকয়েক আগেই একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল, মাঝ-আকাশে বিমান থেকে কয়েকজন পড়ে গিয়েছেন । সেই রিপোর্টে আফগানিস্তানের অবস্থাটা যে কতটা খারাপ, তা মালুম হয়েছিল। এবার নয়া ভিডিয়োয় আফগানদের মরিয়া ভাবটা আবারও ফুটে উঠল। দেখে নিন সেই ভিডিয়ো –

19 Aug 2021, 07:53:03 AM IST
‘চটি খুলে বুট পরারও সময় পাইনি’, বিপদের সময় দেশ ছেড়ে পালানোর সাফাই আফগান রাষ্ট্রপতির
বিপদের সময় দেশ ছেড়ে পালানোয় তুমুল সমালোচনার মুখে পড়েছেন। মুখরক্ষা করতে নিজের ‘অসহায়তা’ তুলে ধরার চেষ্টা করলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। দাবি করলেন, এমন অবস্থায় দেশ ছেড়েছেন যে পা থেকে চটি খোলার সুযোগও পাননি। পরতে পারেননি বুট। সেইসঙ্গে আফগানিস্তানের কোষাগার থেকে অর্থ নিয়ে পালানোর যে অভিযোগ উঠেছিল, সেই অভিযোগও খারিজ করে দিয়েছেন ঘানি।

19 Aug 2021, 07:45:59 AM IST
কাবুলের ক্ষমতা তালিবানের হাতে যাওয়া পর অতিক্রান্ত প্রায় ৯৬ ঘণ্টা
কাবুলের ক্ষমতা তালিবানের হাতে যাওয়া পর অতিক্রান্ত প্রায় ৯৬ ঘণ্টা। যত ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে, তত বাড়ছে অরাজকতা। আফগানিস্তানের ক্ষমতা দখলের পর প্রথমবার বিরোধিতা আসতেই স্বমহিমায় ফিরেছে তালিবান। তারইমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, নির্ধারিত সময়ের পরও আফগানিস্তানে থাকতে পারে মার্কিন সেনা। তবে তা শুধুমাত্র মার্কিন নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য।

19 Aug 2021, 07:45:47 AM IST
আমেরিকানদের উদ্ধার করতে ৩১ অগস্টের পরও আফগানিস্তানে থাকতে পারে সেনা : বাইডেন
মার্কিনদের উদ্ধার করার জন্য সেনাকে আগামী ৩১ অগস্টের পরও আফগানিস্তানে থাকতে হতে পারে। বুধবার এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পেন্টাগনের তরফে জানানো হয়েছে, আপাতত কাবুল বিমানবন্দরের বাইরে মার্কিন নাগরিকদের কাছে পৌঁছাতে পারছে না সেনা। বুধবার এবিসি নিউজে একটি সাক্ষাৎকার বাইডেন বলেন, ‘যদি কোনও মার্কিন থেকে যান, তাহলে তাঁদের উদ্ধারের জন্য আমরা থেকে যাব। যতক্ষণ না সবাইকে উদ্ধার করা হচ্ছে, ততক্ষণ থাকবে মার্কিন সেনা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.