“দিদি কি হিন্দি শেখার জন্য তাঁকে নিযুক্ত করেছিলেন?” বালিগঞ্জের অভিযুক্তর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে টুইট করলেন বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার।
সুকান্তবাবু লিখেছেন, “ইডির রেইডে কোটি কোটি, সব খেয়েছে হাওয়াই চটি! শোনা যাচ্ছে কয়লা কাণ্ডে যে বাড়িতে তল্লাশি হয়েছে, সেই বাড়ির মালিক নাকি মনজিত সিং গেরেওয়াল। যিনি আবার দক্ষিণ কলকাতার তৃণমূলের হিন্দি সেলের সভাপতি। দুর্নীতিকে আশ্রয় না দিলে মাননীয়া দিদি কি হিন্দি শেখার জন্য তাঁকে নিযুক্ত করেছিলেন?”
প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডে ফের রাতভর ইডির তল্লাশি। কলকাতা থেকে ফের মিলল যখের ধন। বালিগঞ্জের এক নির্মাণকারী সংস্থার অফিসে হানা দিয়ে উদ্ধার প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা। কোথা থেকে এল এত পরিমাণ নগদ টাকা? কোন পথে লেনদেন? জানতে এবার সংস্থার কর্ণধার এবং সংস্থার হিসাবরক্ষককে দিল্লির অফিসে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই সপ্তাহের মধ্যে ইডির দিল্লির সদর দফতরে তাঁদের দুজনকে উপস্থিত থাকতে বলা হয়েছে। রাতভর অভিযানে বান্ডিল বান্ডিল নোট ছাড়াও একটি ডেস্কটপ কম্পিউটার বাজেয়াপ্ত করেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। ভোর পর্যন্ত তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার সকালে তাঁরা বালিগঞ্জের ঠিকানা থেকে বের হন বলে সূত্রের খবর।