১০০ দিনের কাজের প্রকল্পে ছোটখাটো ভুল হয়ে থাকতে পারে বলে কার্যত স্বীকার করে নিয়েছে রাজ্যের তৃণমূল সরকার। এই স্বীকারোক্তির প্রেক্ষিতেই আবার একবার বকেয়া টাকা ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, হিসেব চাইলেই ছোট্ট ভুল, অনুমোদিত টাকা ইত্যাদি কথাগুলো তুলে আনে তৃণমূল সরকার। কিন্তু কোনোভাবেই হিসেব দিতে তারা নারাজ।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ১০০ দিনের প্রকল্প সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ছোটখাটো ভুল সব রাজ্যেই হয়ে থাকে। বাংলারও তেমন ভুল হয়ে থাকতে পারে। এই প্রসঙ্গেই, এক্স হ্যান্ডেলে সুকান্ত মজুমদার লিখেছেন, যখনই কেন্দ্রীয় প্রকল্পের টাকার হিসেব চাওয়া হয়, রাজ্যের তৃণমূল সরকারের কাছে তখনই “একটি ছোট ঘটনা”, “অননুমোদিত অর্থপ্রদান”, “অতিরিক্ত অর্থপ্রদান”,… এর মতো শব্দগুলি কেন্দ্রীয় প্রকল্পের প্রসঙ্গে প্রতিবারই উঠে আসে। কিন্তু হিসেব না দিয়ে তৃণমূল সরকার বার বার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় টাকা না দেওয়ার অভিযোগে তুলে। অথচ তাদের উচিত প্রকল্পের আওতায় আসা টাকার যথাযথ ব্যয় ও তার হিসেব দেওয়া, তারপর বকেয়া টাকা চাওয়া।
এদিকে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের রাজ্যের পাঠানো রিপোর্ট নিয়ে কেন্দ্রের কাছে প্রশ্ন তোলেন? সেক্ষেত্রে কেন্দ্রের তরফে জানানো হয় কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তদন্তের বিস্তারিত রিপোর্ট অনুযায়ী ১০০ দিনের প্রকল্পে বিরাট দুর্নীতি হয়েছে। প্রায় ৫৪ হাজার কোটি টাকা কেন্দ্র দিলেও কোনো অডিট রিপোর্ট দেওয়া হয়নি। এরপর বিচারপতি রাজ্যের পাঠানো রিপোর্টের ব্যাপারে কেন্দ্রের বক্তব্য জানিয়ে হলফনামা জমা দিতে বলেন। সোমবার মামলার পরবর্তী শুনানি। সেদিন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রককে হলফনামা জমা দিতে বলেছে আদালত।