ঘাটাল ব্লকের মনোহরপুর এক নাম্বার গ্রাম পঞ্চায়েতের হরিশপুর দ্যা ফ্রেন্ডস ক্লাবের এবারের থিম মাটিতে মা মাটিতে মন্ডপ। মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র যেমন হাঁড়ি, সরা সহ একাধিক মাটির তৈরি জিনিসপত্র দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই মন্ডপটিকে। মাটির তৈরি ভাঁড়, সরা, প্রদীপ সহ একাধিক জিনিস দিয়ে মন্দপের চারিদিক সাজিয়ে তোলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে লাইট যা রাতের বেলায় অনন্য এক দৃশ্য তুলে ধরছে দর্শকদের কাছে।
কাপড়ের উপর মাটির তৈরি জিনিসপত্রকে লাগিয়ে দর্শকদের মন কেড়ে নিয়েছে এই পুজো মন্ডপের উদ্যোক্তারা। মানুষের ভিড় উপচে পড়বে আগের বছরগুলি থেকেও বেশি, এমনটাই মনে করছেন পুজোর উদ্যোক্তারা। প্রায় ১৫ লক্ষ টাকার এই থিম নজর কাড়তে চলেছে ঘাটাল বাসীসহ দর্শনার্থীদের। ঘাটাল ব্লকের অন্যান্য পুজো কমিটিগুলির থেকে একটু অন্য আঙ্গিকে তুলে ধরা হয়েছে এই পুজো মন্ডপটিকে। পরিবেশকে সুস্থ ও সচেতন রাখতে মাটির তৈরি জিনিস দিয়েই মন্ডপটি তৈরি করা হয়েছে বলে জানাচ্ছেন কমিটির উদ্যোক্তারা।