ভোট মরশুম হোক বা না হোক উত্তপ্ত থাকে ভাটপাড়া। তবে ভাটপাড়া, টিটাগড় এক সময় জুট মিল ও অন্যান্য ফ্যাক্টরি ইত্যাদির জন্য একসময় বিখ্যাত ছিল। বিগত ৪৪ বছর ধরে ধীরে ধীরে পশ্চিম বঙ্গের শিল্প ক্ষয় রোগে আক্রান্ত হয়ে আজ মৃত। একের পর মিল, কোম্পানি বন্ধ হয়েছে রাজনীতির স্বীকার হয়ে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি হল , রিলায়েন্স জুটমিলের গেটে পড়ল সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে এই জুটমিল, ফলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে শ্রমিকদের মধ্যে। সম্ভবত লকডাউনের আশঙ্কায় বন্ধ করা হল জুটমিল, ফলে বেকার হল ৪ হাজার শ্রমিক। বিক্ষোভ দেখতে শুরু করে দেয় শ্রমিকেরা।
শ্রমিকদের দাবি, জুটমিল খুলতে হবে। বিনা কারণে অন্যায়ভাবে নোটিস ঝুলিয়ে কারাখানা বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁরা জানায়, কোনও রকম আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগাম কোনো নোটিস বা কিছু জানানো হয়নি তাঁদের। অনির্দিষ্টকালের জন্য সাসপেনশন অফ ওয়ার্ক’ এর নোটিস ঝোলানোয় ক্ষুব্ধ শ্রমিকরা। বিক্ষোভের ঘটনা পুলিশের কাছে পৌঁছাতেই পুলিশ হাজির হয় সেখানে।