শিলদায় মাওবাদী হামলায় নিহত জওয়ানদের শ্রদ্ধায় শহিদ স্মরণ রাজ্য পুলিশের

 আজ ঝাড়গ্রামের শিলদায় রাজ্য পুলিশের পক্ষ থেকে তেরো বছর আগে মাওবাদী হামলায় নিহত জওয়ানদের শ্রদ্ধা জানানো হয় শহিদ স্মরণ অনুষ্ঠানে।

২০১০ সালের ১৫ই ফেব্রুয়ারি জঙ্গলমহলের শিলদায় রাজ্যের সবচেয়ে বড় মাওবাদী হামলার ঘটনা ঘটে। যেদিন দুপুরের পর শিলদা বাজারের মধ্যে অবস্থিত হাসপাতাল সংলগ্ন ইএফআর ক্যাম্পে অতর্কিত হামলা চালায় মাওবাদীরা। উগ্রপন্থীদের এলোপাতাড়ি গুলিতে মৃত্যু হয় ২৩ জন ইএফআর জওয়ানের। সেই ঘটনার পর থেকে রাজ্য পুলিশের পক্ষ থেকে দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। শহিদ জওয়ানদের স্মৃতিতে শিলদার পুলিশ ক্যাম্পে যে ২৩টি চারাগাছ লাগানো হয়েছিল সেগুলি আজ বৃক্ষে পরিণত হয়েছে। গাছগুলির গোড়ায় জল ঢেলে গার্ড অফ অনার দিয়ে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন আইজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং, ঝাড়গ্রামের এসপি অরিজিৎ সিনহা, জেলাশাসক সুনীল আগরওয়াল, ডিএফও শেখ ফরিদ সহ জেলার অন্যান্য আাধিকারিকরা।

পুলিশের পক্ষ থেকে এদিন এলাকার প্রন্তিক মানুষদের হাতে শাড়ি ও কম্বল তুলে দিয়ে নিহত জওয়ানদের পরিবারগুলির কুশল কামনা করা হয়। মাওবাদী হামলায় এই নৃশংস ঘটনা ঘটলেও জঙ্গলমহলে এখন মাওবাদীদের কোনোরকম আনাগোনা বা তৎপরতা নেই বলে দাবি করেন আইজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং। যে সকল প্রকৃত মাওবাদী আত্মসমর্পণ করার পরেও এখনো চাকরি পাননি তাদের সঠিকভাবে নির্বাচন করে নিয়োগ করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.