শিয়ালদা শাখায় লোকাল ট্রেনের গতি বাড়ানো হচ্ছে। এর ফলে আগের তুলনায় কম সময়ে দূরপাল্লার স্টেশনে পৌঁছে যাওয়া সম্ভব হবে। একে একে শিয়ালদার অন্য শাখাগুলিতেও ট্রেন গতি আরও বাড়ানো হবে।
রেল সূত্রে খবর, সম্প্রতি রেলের তরফে লাইনের পাত ও স্লিপারের বদল ঘটানো হয়েছে। এক স্টেশন থেকে অন্য স্টেশনের মধ্যে ট্রেনের গতি বাড়ানো হবে। প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার থেকে ট্রেনের গতি বাড়িয়ে ৯০ থেকে ৯৫ কিলোমিটার করা হবে।ট্রেন্ডিং স্টোরিজ
অনেক জায়গায় লাইনের বাঁক ৮.৫ ডিগ্রি থেকে বাড়িয়ে ১২ ডিগ্রি করা হয়েছে। কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র পেলেই গতি বাড়ানোর বিষয়টিকে কার্যকর করা হবে। এরফলে শিয়ালদা দক্ষিণ শাখায় নামখানায় একদিকে যেমন ২৫ মিনিট কম সময়ে পৌঁছে যাওয়া যাবে, তেমনি শিয়ালদা মেইন শাখায় লালগোলাতেও আগের তুলনায় অনেকটা কম সময়ে পৌঁছে যাওয়া সম্ভব হবে।
শিয়ালদার ডিআরএম এস পি সিং জানান, চলতি বছরের মধ্যে লোকাল ট্রেনের গতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী টাইম টেবিলের সময়ও কিছুটা এগিয়ে আনা হবে। ইতিমধ্যে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ আরোরা শিয়ালদহ ডিভিশনে ট্রেনের গতি বাড়ানোর জন্য যাবতীয় পরিকল্পনা গ্রহণ করার কথা বলেছেন। রেল সূত্রে খবর, শুধু লোকাল ট্রেনের ক্ষেত্রেই নয়, মালবাহী ট্রেনের ক্ষেত্রেও গতি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।