ঠাণ্ডার মধ্যেই রাস্তার ধারে ফুটপাথে ঘুমিয়েছিলেন রাজস্থানের বাসিন্দা কমপক্ষে ২১ জন শ্রমিক। ঘুমের মধ্যেই ডাম্পার ট্রাকের চাকায় পিষে মৃত্যু হল ১৫ জনের। মৃতদের মধ্যে ৭ জন পুরুষ, ৭ জন মহিলা এবং এক বছরের একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ৬ জন শ্রমিক। সোমবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাট জেলায়, সুরাট শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কোসাম্বা গ্রামের কাছে কিম-মান্ডভী রোডে। ডাম্পার ট্রাকের চাকায় পিষে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জন শ্রমিকের, পরে আরও ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকের চালককে গ্রেফতার করেছে পুলিশ।
বিপরীত দিক থেকে আসা আখবোঝাই একটি ট্র্যাক্টর-ট্রলিতে প্রথমে ধাক্কা মারে ডাম্পার ট্রাকটি। সুরাটের পুলিশ সুপার উষা রাডা জানিয়েছেন, আখবোঝাই ট্র্যাক্টর-ট্রলিতে ধাক্কা লাগায় ডাম্পার ট্রাকের সামনের জানলার কাঁচ ভেঙে যায়, তখনই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ফুটপাথে ঘুমিয়ে থাকা শ্রমিকদের পিষে দেয় ট্রাকটি। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জন শ্রমিকের, ৯ জনকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ৬ জনের চিকিৎসা চলছে। মৃতদের প্রত্যেকের বাড়ি রাজস্থানের বন্সওয়াড়া জেলায়।
সুরাটে ভয়াবহ দুর্ঘটনায় শোকস্তব্ধ মোদী, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা গুজরাটের সুরাটে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকস্তব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, সুরাটে ট্রাক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন দুঃখের। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) থেকে জানানো হয়েছে, সুরাটে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকার করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।
শোকস্তব্ধ রাজস্থানের মুখ্যমন্ত্রী সুরাটে ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাজস্থানের ১৫ জন বাসিন্দার মৃত্যুতে ব্যথিত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। অশোক গেহলট জানিয়েছেন, সুরাটে রাস্তার ধারে ঘুমিয়ে থাকা রাজস্থানের বন্সওয়াড়া জেলার শ্রমিকদের মৃত্যুর খবর শুনে ব্যথিত। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
দুঃখপ্রকাশ রূপানির, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা সুরাটে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। গুজরাট সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।
2021-01-19

