টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরছেন রোহিত শর্মারা।
বুধবার দুপুরে বার্বাডোজ় থেকে রওনা দিয়েছিল ভারতীয় দল।
গত শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফি জিতেছিল ভারত।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৭:৩৪
ট্রফি হাতে পন্থ
দিল্লির হোটেলে ট্রফি হাতে পন্থ। কেক কাটবেন রোহিতেরা। রাহুল দ্রাবিড়, বিক্রম রাঠৌরেরাও রয়েছেন। তাঁদের নিয়ে উৎসাহ হোটেলে। জয়ধ্বনি দেওয়া হচ্ছে ভারতীয় দলের।
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৭:৩১
হোটেলে পৌঁছে গেলেন রোহিতেরা
দিল্লির হোটেলে আপাতত বিশ্রাম বিশ্বজয়ীদের। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন তাঁরা। তার আগে কিছু ক্ষণের বিশ্রাম রোহিতদের। হোটেলে পৌঁছে গেল ভারতীয় দল।
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৭:১৯
রোহিতকে দেখা গেল বিমানবন্দরে
ট্রফি হাতে বিমানবন্দর থেকে বেরলেন রোহিত। কাপ উঁচিয়ে দেখালেন সমর্থকদের।
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৭:১৪
বিমানবন্দর থেকে রওনা দিল বাস
ভারতীয় ক্রিকেটারদের নিয়ে বাস রওনা দিল হোটেলের উদ্দেশে। সেখানে কেক কাটা হবে। কিছু ক্ষণ বিশ্রাম নেওয়ার পর ভারতীয় ক্রিকেট দল যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে।
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৭:০৫
বাসের সামনের আসনে বিরাট
বিমানবন্দরে দু’টি বাস রয়েছে রোহিতদের জন্য। একটি বাসের সামনের আসনে বসে রয়েছেন বিরাট। বাস ছাড়ার অপেক্ষা করছে ভারতীয় দল। বিমানবন্দরে সমর্থকদের ভিড়। স্বাগত জানানো হল ভারতীয় দলকে।
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৬:৫১
ক্রিকেটারদের সঙ্গে পরিবার
বার্বাডোজ় থেকে পরিবারদের সঙ্গে নিয়েই দেশে ফিরেছেন ক্রিকেটারেরা। বিমানবন্দর থেকে একে একে বেরিয়ে আসছেন হার্দিক পাণ্ড্য, সূর্যকুমার যাদবেরা। সঙ্গে রয়েছে পরিবার। টিম বাসে উঠে পড়ছেন তাঁরা। বিমানবন্দর থেকে চলে যাবেন হোটেলে।
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৬:৪৯
বিমানবন্দরের বাইরে দল
বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন রোহিত শর্মারা। টিম বাসে উঠে পড়লেন তাঁরা। হোটেলে যাবেন রোহিতেরা।
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৬:৪২
রোহিতদের জন্য বিশেষ কেক
দিল্লির হোটেলে রোহিতদের জন্য বিশেষ কেক। তাতে রয়েছে বিশ্বকাপ ট্রফিও।
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৬:২৩
রোহিতদের অপেক্ষায় টিম বাস
দিল্লি বিমানবন্দর থেকে রোহিতদের নিয়ে যাওয়ার জন্য অপেক্ষায় টিম বাস।
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৬:১৮
উত্তেজনা সমর্থকদের মধ্যে
দিল্লি বিমানবন্দরে রোহিত, বিরাটদের টিম বাস। ক্রিকেটারদের দেখা পাওয়ার অপেক্ষায় সমর্থকেরা। বিশ্বজয়ীদের এক ঝলক দেখার জন্য গত তিন ঘণ্টা ধরে বিমানবন্দরে ভিড় করেছেন ভারতীয় সমর্থকেরা।
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৬:১৭
বার্বাডোজ়ে আটকে ছিল দল
গত শনিবার ট্রফি জিতলেও বার্বাডোজ়ে আটকে ছিল দল। সেখানে ঘূর্ণিঝড় বেরিলের কারণে বিমান চলাচল বন্ধ ছিল। তাই দেশে ফিরতে দেরি হল রোহিতদের। বুধবার (ভারতীয় সময়ে) দুপুরে বার্বাডোজ় থেকে বিমানে ওঠেন তাঁরা। বৃহস্পতিবার সকালে দেশে ফিরল দল।
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৬:১০
দিল্লির বিমানবন্দরে রোহিতেরা
সকাল ৬.০৭ মিনিটে দিল্লির বিমানবন্দরে নামে রোহিতদের বিমান। সমর্থকেরা বিরাটদের দেখা পাওয়ার অপেক্ষায়।
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৬:০৪
দিল্লি বিমানবন্দরে ভিড়
রাত তিনটে থেকে দিল্লি বিমানবন্দরে ভিড়। সেখানে সমর্থকেরা পৌঁছে গিয়েছেন রোহিত, বিরাটদের স্বাগত জানাতে। সকলে অপেক্ষা করছেন বিশ্বজয়ীদের দেশে ফেরার।
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৪ ০৫:৫১
কিছু ক্ষণের মধ্যেই দেশে ট্রফি
আর কয়েক মুহূর্ত পরেই দিল্লিতে পৌঁছে যাবে রোহিতদের বিমান।