বসার জায়গা না পেয়ে পুরুলিয়ায় ট্রেন আটকে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়ে ট্রেনে তিল ধারণের জায়গা নেই। একই অবস্থা সংরক্ষিত ও বাতানুকুল কামরাতেও। ট্রেনে বসার জায়গা না পেয়ে লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। বৃহস্পতিবার পুরুলিয়া স্টেশনের ঘটনা। দুপুর ৩ টে ৩৫ মিনিটে হাওড়াগামী রূপসী বাংলা সুপার ফাস্ট ট্রেনটি পুরুলিয়া স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার কথা। কিন্তু তার এক ঘণ্টা আগেই ধর্মতলাগামী তৃণমূল নেতা কর্মীরা ট্রেনটি কার্যত দখল করে নেন।
এদিকে সময়ে পৌঁছে অনেক যাত্রী কামরায় উঠতেই পারলেন না। তাঁদের মধ্যে হাওড়া স্টেশনগামী শুভজিৎ বসু, সুচন্দ্রা সাহা সহ বেশ কয়েকজন যাত্রী ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে পড়েন। তাঁদের অভিযোগ সংরক্ষিত বাতানুকূল কামরায় আসনে বসতে গেলে তৃণমূল কর্মীরা ঠেলে দেন। খাবার মেঝেতে ফেলে দেন। বিষয়টি আরপিএফের নজরে আনলেও কিছু করতে
পারেননি তাঁরা। ওই আসনে বসে গন্তব্যেস্থলে যাওয়া নিশ্চিত করার জন্য বিক্ষোভ দেখান তাঁরা। আরপিএফের আধিকারিকরা শেষে বুঝিয়ে আশ্বাস দেওয়ার পর কিছু যাত্রীকে ট্রেনে তুলতে পারেন।
ওই বিক্ষোভের জেরে প্রায় তিরিশ মিনিট দেরিতে ছাড়ে হাওড়াগামী রূপসী বাংলা সুপার ফাস্ট ট্রেন। ট্রেন চলে গেলেও নিরাশ হয়ে সংরক্ষিত টিকিট নিয়ে বহু যাত্রী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকেন। রেলের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়নি বলে তাঁদের অভিযোগ।