বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ে ক্রমেই বেসামাল মায়ানমারের জুন্টা সরকার। তিনটি গোষ্ঠী মিলিয়ে তৈরি ‘ব্রাদারহুড অ্যালায়েন্স’ যথেষ্ট বেগ দিচ্ছে তাদের। এবার বিদ্রোহীদের হামলায় ধ্বংস হল মায়ানমার সেনার এক ফাইটার জেট!
জানা যাচ্ছে, থাইল্যান্ড সীমান্তের কাছে পূর্ব মায়ানমারের (Myanmar) কায়াহ প্রদেশে ওই বিমানটি আছড়ে পড়েছে। গুলি করে বিমানটিকে নামানো হয়েছে বলে দাবি বিদ্রোহী গোষ্ঠীর। জুন্টার (Junta) মুখপাত্র জ মিন টুন অবশ্য জানিয়েছেন, প্রযুক্তিগত সমস্যাতেই ঘটেছে দুর্ঘটনা। বিমান চালককেও উদ্ধার করা গিয়েছে। তিনি প্রাণে বেঁচে গিয়েছেন।
উল্লেখ্য, মায়ানমারের তিন বড় বিদ্রোহী গোষ্ঠী টিএনএলএ, আরাকান আর্মি ও এমএনডিএএ। একসঙ্গে তাদের জোটকে ডাকা হচ্ছে ‘ব্রাদারহুড অ্যালায়েন্স’ নামে। তাদের যৌথ অভিযানে সম্প্রতি বেশ অস্বস্তিতে পড়েছে জুন্টা। ২০২১ সালে মায়ানমারে সেনা অভ্যুত্থানের পর সেখানে সরকার গঠন করে জুন্টা। গত আড়াই বছর ধরে তারাই চালাচ্ছে দেশের প্রশাসন।
কিন্তু গত ২৭ অক্টোবর থেকে বিদ্রোহী গোষ্ঠী শুরু করেছে ‘অপারেশন ১০২৭’। গত ২ সপ্তাহে অন্তত সাতটি টাউন তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ‘ব্রাদারহুড অ্যালায়েন্স’। তাদের লাগাতার অভিযানের দিকে লক্ষ্য রেখে বিশেষজ্ঞদের অনুমান, জুন্টা ক্রমশই তাদের নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছে। এদিকে এই সংঘর্ষের জেরে অন্তত ৯০ হাজার মানুষ ঘর ছেড়েছেন। অন্যমতে সংখ্যাটা ১ লক্ষেরও বেশি।