“রাম নবমীতে হিংসার ঘটনার তদন্ত এনআইএ-ই করবে,” রাজ্যের আবেদন খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

রাম নবমীতে রাজ্যে বেশ কয়েকটি এলাকায় যে হিংসার ঘটনা ঘটেছিল তার তদন্তভার এনআইএকে দেওয়ার বিরোধিতা করে রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের দেওয়া এনআইএ তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের তরফে শীর্ষ আদালতে আবেদন করা হয়েছিল, কিন্তু প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ সোমবার এই আবেদন খারিজ করে দিয়েছে।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের যে নির্দেশ দিয়েছে তাতে হস্তক্ষেপ করবেন না শীর্ষ আদালত। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখার কথা জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।

রামনবমীর মিছিল ঘিরে হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া, চন্দননগর, উত্তর দিনাজপুরের ডালখোলায় যে হিংসার ঘটনা ঘটেছিল তাতে এনআইএ তদন্তে স্থগিতাদেশ চেয়ে রাজ্য যে আর্জি জানিয়েছিল সেই আবেদন খারিজ হয়েছিল মে মাসেই। এবার হাইকোর্টের নির্দেশ বাতিলের আর্জিও খারিজ হয়ে গেল। ফলে এনআইএ তদন্তে আর কোনো বাধা রইল না।

রামনবমীর মিছিল ঘিরে হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুরের কয়েকটি এলাকায় হিংসার ঘটনা নিয়ে গত ২৭শে এপ্রিল এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনস্বার্থ মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছিল। রাজ্যকে এই সংক্রান্ত সমস্ত নথি হস্তান্তর করতে হবে বলে জানিয়েছিল হাইকোর্ট।

কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। যুক্তি ছিল জনস্বার্থ মামলার তদন্তের ভার এনআইএ’কে দেওয়া যায় না। দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা ছাড়া সাধারণ হিংসার মামলায় এনআইএ আইন প্রয়োগ করা যায় না বলেও বৃহস্পতিবার শুনানিতে দাবি করা হয়েছিল রাজ্যের তরফে। বলা হয়েছিল বিরোধী রাজনৈতিক দলের নেতা রাজনৈতিক উদ্দেশ্যে জনস্বার্থ মামলা করেছেন। এই অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন জানিয়েছিল রাজ্য। কিন্তু আজ সেটাও খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.