লোকসভা ভোটের জন্য বিজেপির তোড়জোড় শুরু হয়ে গেছে। ৩৫টি আসনের টার্গেট নিয়ে বঙ্গ বিজেপি এগোচ্ছে ভোটের দিকে। আর সে ক্ষেত্রে বড় ফ্যাক্টর নতুন ভোটাররা। তাই রাজ্যের নতুন ভোটারদের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বঙ্গ বিজেপি নেতারা।
জানাগেছে, আগামী ২৫ জানুয়ারি দেশজুড়ে নতুন ভোটারদের নিয়ে একটি সম্মেলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়ালি নতুন ভোটারদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। তাই নতুন ভোটারদের কাছে টানতে ও এই মেগা সম্মেলনকে পাখির চোখ করে এগোচ্ছে বঙ্গ বিজেপিও। আজ সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বঙ্গ বিজেপির যুব মোর্চার নেতারা
নতুন ভোটারদের নিয়ে মোদীর এই মেগা সম্মেলনকে বিধানসভা ভিত্তিক জমায়েত করানোর টার্গেট করেছে বঙ্গ বিজেপি। এই কর্মসূচির মূল দায়িত্বে থাকছে যুব মোর্চার নেতারা। এর মাধ্যমে এলাকার নতুন ভোটারদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের কথা বলা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে সুকান্ত মজুমদার বলেন, বিজেপি সভাপতি জেপি নাড্ডা আজ নবদাতা সংযুক্তিকরণ অনুষ্ঠানের সূচনা করেছেন। নতুন ভোটদাতাদের এনরোলমেন্টের জন্য গোটা বিশ্বের সবথেকে বড় অভিযান ভারতীয় জনতা পার্টি আজ থেকে শুরু করল। সুকান্ত মজুমদার জানান, দলের যুব মোর্চা এই দায়িত্বে রয়েছে। দেশের সমস্ত জায়গার নব ভোটারদের নিয়ে সম্মেলন করা হবে। গোটা দেশে প্রায় ৫০ লাখ নতুন ভোটারদের সাথে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি কথা বলবেন। আমরা চেষ্টা করছি বিধানসভা ভিত্তিক কমপক্ষে হাজার নতুন ভোটারকে প্রধানমন্ত্রীর সম্মেলনে যোগ দেওয়ানোর। তার জন্য বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা যোগাযোগ করব। এছাড়াও মহকুমা ভিত্তিক কর্মসূচি হবে।
যুব মোর্চার নেতা ইন্দ্রনীল খাঁ জানান, আগামী ২৫ তারিখ ন্যাশনাল ভোটার ডে উপলক্ষে “নমো নব মতদাতা সম্মেলন” হবে। সেখানে ১৮ থেকে ২৫ বছর বয়সের যারা আছেন, সেই নব ভোট দাতারা মোদীর সম্মেলনে যোগদান করতে চাইলে ৭৮২০০৭৮২০০ নম্বরে মিস কল দেবেন। তারপর তাদের একটা সেখান থেকে লিংক পাঠানো হবে। সেই লিংকের মাধ্যমে সে তার নিজের রেজিস্ট্রেশন করতে পারবে ও সম্মেলনে যোগ দিতে পারবেন।