আগামী ১৮ মে বৃহস্পতিবার পুরী রেলওয়ে স্টেশন থেকে হাওড়া-পুরী বন্দেভারত ট্রেনের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী।
সম্পূর্ণ দেশীয় এবং ভারতে তৈরি, বন্দে ভারত এক্সপ্রেস ভারতীয় রেলওয়ের প্রথম সেমি হাই-স্পিড স্বয়ংক্রিয় ট্রেন। সিনিয়র ডিসিএম খড়গপুর, রাজেশ কুমার জানান, হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস (ট্রেন নম্বর 22895/96) এর উদ্বোধনী রান ১৮ মে পুরী রেলওয়ে স্টেশন থেকে হবে। ট্রেনটি ২০ মে থেকে বাণিজ্যিক পরিষেবা শুরু করবে। টিকিট বুকিং ১৭ মে থেকে শুরু হবে। ট্রেনটিতে ১৬ টি কোচ থাকবে, যার মধ্যে ১৪ টি চেয়ার কার এবং ০২ টি এক্সিকিউটিভ চেয়ারকার কোচ থাকবে৷
রাজেশ কুমার জানান, এই ট্রেনে ঝাঁকুনি এবং শব্দের মাত্রা প্রায় নগণ্য। বন্দে ভারত ট্রেনে অটো স্লাইডিং দরজা, ৩৬০ ডিগ্রি ঘুর্ণনশীল আসন, বায়ো টয়লেট, অ্যান্টি-কলিশন কাভাচ সুবিধা, সিসিটিভি ক্যামেরা এবং এই ধরনের অনেক সুবিধা দেওয়া হয়েছে।
ইকোনমি চেয়ার কারে হাওড়া থেকে পুরী পর্যন্ত এন্ড টু এন্ড ভাড়া লাগবে প্রায় ১২৪৫ টাকা (ক্যাটারিং চার্জ সহ) এবং কেটারিং চার্জ ছাড়া ১১২৫ টাকা। এক্সিকিউটিভ ক্লাসে ভাড়া পড়বে প্রায় ২৪০০টাকা (ক্যাটারিং চার্জ সহ) এবং কেটারিং চার্জ ছাড়া ২২৪৫টাকা।
ফেরার দিক থেকে, ইকোনমি চেয়ারকারে PURI থেকে HWH পর্যন্ত এন্ড টু এন্ড ভাড়া খরচ হবে প্রায় ১৪১০ টাকা (ক্যাটারিং চার্জ সহ) এবং কেটারিং চার্জ ছাড়া ১১২৫ টাকা। এক্সিকিউটিভ ক্লাসে PURI থেকে HWH পর্যন্ত ভাড়ার খরচ হবে প্রায় ২৫৯৫ টাকা (ক্যাটারিং চার্জ সহ) এবং কেটারিং চার্জ ছাড়া ২২৪৫ টাকা।
ট্রেনটি বৃহস্পতিবার ছাড়া সমস্ত দিন চলবে এবং পুরীর পথে খড়গপুর, বালাসোর, ভদ্রক, জাজপুর কেওনঝার রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোডে স্টপেজ থাকবে।