সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি একটি ভিডিয়ো টুইট শেয়ার করেছেন তিনি। বন্যপ্রাণের এই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়োতে প্রায় ৩০০০ কৃষ্ণসার হরিণকে দ্রুতগতিতে রাস্তা পার করতে দেখা যাচ্ছে। ভিডিওটি গুজরাটের তথ্য অধিদফতরের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করা হয়েছে। ভাবনগরের ব্ল্যাকবাক জাতীয় উদ্যানে এই দৃশ্য ফ্রেমবন্দি করা হয়েছে। ভিডিয়োটি এমনই সুন্দর যে আপনাকে মুগ্ধ করতে বাধ্য।
এমনিতেই এই ভিডিয়ো ভাইরাল হওয়ারই মতো। তার উপর প্রধানমন্ত্রী শেয়ার করায় এটি আরও বেশি ভিউ পায়। এখনও পর্যন্ত একদিনেই প্রায় ৪০ হাজার লাইক পড়েছে ভিডিয়োটিতে। রিটুইটের সংখ্যা প্রায় সাড়ে ৭ হাজার!
প্রধানত ভারতের পশ্চিমাঞ্চলে কৃষ্ণসার হরিণ দেখা যায়। এছাড়াও, পাকিস্তানের কিছু অংশসহ নেপালে এদের আবাস।
এক সময়ে ভারতের উত্তর-পূর্বাংশ ছাড়া ভারতের সর্বত্রই কৃষ্ণসার ব্যাপক সংখ্যায় মিলত। কিন্তু বর্তমানে এদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। বনাঞ্চল ধ্বংস ও শিকারের ফলে কমে যাচ্ছে সংখ্যা।
এখন মহারাষ্ট্র, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কর্ণাটকে এদের দেখতে পাওয়া যায়। এছাড়াও মধ্য ভারতে অল্প সংখ্যক কৃষ্ণসার হরিণ রয়েছে।
আপনার এই ভিডিয়োটি কেমন লাগল? কমেন্টে জানাতে ভুলবেন না!