২০১৪–র স্টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জোর করে তুলে দেওয়ার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূল সরকারকে দুর্নীতি পরায়ণ এবং ফ্যাসিস্ট সরকার বলে তোপ দেগেছেন। তিনি বলেছে, এই সরকারের সময় ঘনিয়ে এসেছে তাই বলপ্রয়োগ বৃদ্ধি পেয়েছে।
ফেসবুকে প্রতিক্রিয়ায় তিনি লিখেছে, “ভয়ানক দৃশ্য! চাকরিপ্রার্থীদের উপর এই নির্মম অত্যাচার গোটা বাংলা দেখছে। আজ যেভাবে পশ্চিমবঙ্গের লেডি হিটলার মুখ্যমন্ত্রী, পুলিশকে লেলিয়ে ঘাড় ধাক্কা দিয়ে চাকরিপ্রার্থীদের ধর্ণামঞ্চ ভাঙলেন ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের মানুষ ঘাড় ধাক্কা দিয়ে এই ফ্যাসিস্ট দুর্নীতিপরায়ণ সরকারকে চেয়ার থেকে ছুঁড়ে ফেলবে। সময় ঘনিয়ে এলেই স্বৈরাচারীদের বলপ্রয়োগ বৃদ্ধি পায়। বাংলার মানুষ সবকিছুর সাক্ষী থাকলো।
প্রসঙ্গত, ঠিক ১৫ থেকে ১৬ মিনিটের অভিযান। রাত ১২টা বেজে ১৬ মিনিট নাগাদ বিধাননগর কমিশনারেটের ডিসি ঘোষণা করলেন, এই জমায়েত আইনি নয়, বেআইনি। এর পরই সঙ্গে সঙ্গে শুরু হল অবস্থানরতদের তোলার ‘অ্যাকশন’। কার্যত টেনে হিঁচড়ে তিনটি বাসে আন্দোলনকারীদের তোলা হয় বলে অভিযোগ।
২০১৪ সালের টেট উত্তীর্ণদের (নট ইনক্লুডেড) ৮৪ ঘণ্টার অবস্থান তুলতে সময় লাগল মাত্র ১৫ থেকে ১৬ মিনিট। রাত ১২টা পর্যন্তও যে জায়গা কার্যত ভিড়ে ঠাসা ছিল মুহূর্তে সব ফাঁকা করে দিল পুলিশ। বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয় আন্দোলনকারীদের অনেককেই।