ফিয়ার্স লেনে রাত জাগলেন রবীন্দ্রভারতীর পড়ুয়ারাও
আরজি করের ঘটনায় বিচারের দাবিতে শুধু চিকিৎসকেরাই নন, রাত জেগেছেন অন্য পড়ুয়ারাও। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়-সহ অন্য একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ারাও রাত জেগেছেন ডাক্তারদের সঙ্গে। তাঁরা জানালেন, আরজি করের ঘটনায় বিচারের দাবিতে বিভিন্ন জায়গায় আন্দোলন চালাচ্ছেন। আন্দোলনরত চিকিৎসকদের পাশে থাকতেই তাঁরা রাত জাগতে এসেছেন। যতক্ষণ আন্দোলনরত চিকিৎসকেরা তাঁদের দাবিতে সন্তুষ্ট হচ্ছেন, ততক্ষণ ডাক্তারদের আন্দোলনের পাশে থাকার বার্তা দিচ্ছেন রবীন্দ্রভারতীর পড়ুয়ারা।
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৪২
রাত জেগেও অক্লান্ত জুনিয়র ডাক্তারেরা
সোমবার দুপুর থেকে যে দাবি তুলেছিলেন আন্দোলনরত চিকিৎসকেরা, মঙ্গলবার সকাল থেকেও সেই দাবিতেই অনড় তাঁরা। হয় পুলিশ কমিশনার পদত্যাগ করুন, কিংবা তিনি আন্দোলনকারীদের সঙ্গে দেখা করুন। অথবা ব্যারিকেড সরিয়ে চিকিৎসকদের যেতে দেওয়া হোক লালবাজারের দিকে। এই দাবিতেই আপাতত ফিয়ার্স লেনে ট্রাম লাইনের উপর অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা।
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৩০
গানে স্লোগানে অবস্থান চিকিৎসকদের
রাস্তার উপর চওড়া ব্যারিকেড। তার এক প্রান্তে আন্দোলনরত চিকিৎসকরা। কেউ বসে আছেন। কেউ সারা রাত জাগার পর রাস্তার উপরেই শুয়ে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছেন। মাঝে মধ্যেই উঠছে স্লোগান। ব্যারিকেডের অপর প্রান্তে চেয়ার পেতে বসে রয়েছেন পুলিশকর্মীরা। নজর রাখছেন আন্দোলনরত চিকিৎসকদের গতিবিধির উপর। ব্যারিকেডের থেকে লালবাজারের দিকে আরও কয়েক পা এগিয়ে গেলেই আরও উঁচু একটি ব্যারিকেড। প্রায় দেড় মানুষ সমান (৯ ফুটের আশপাশে) লোহার চওড়া ব্যারিকেড।
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ ০৭:২৯
রাত জাগলেন চিকিৎসকেরা
রাত পেরিয়ে সকাল হয়েছে। লালবাজারে পুলিশের সদর দফতর থেকে আধ কিলোমিটার দূরে ফিয়ার্স লেনে এখনও অবস্থান চলছে জুনিয়র ডাক্তারদের। নিজেদের দাবিতে এখনও অনড় তাঁরা, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চাই।