জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে হামলার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে তুলে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মঙ্গলবার এনআইএ-র হাতে জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে হামলার তদন্তভার তুলে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) অবশ্য শুরু থেকেই এই হামলা নিয়ে তদন্ত চালাচ্ছে।
গত রবিবার ভোররাতে জম্মুর বায়ুসেনার ঘাঁটিতে পাঁচ মিনিটের ব্যবধানে পর পর দু’টো বিস্ফোরণ হয়। প্রথম বিস্ফোরণটি হয় ভোররাত পৌনে ২টো নাগাদ। বিমানবন্দরের একটি ভবনের ছাদে সেই বিস্ফোরণ হয়। দ্বিতীয়টি মাটিতে। এই ঘটনার পিছনে বড় ধরনের ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছেন তদন্তকারীরা। জম্মু বায়ুসেনা ঘাঁটিতে বিস্ফোরণের বিষয়টি খতিয়ে দেখছে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের বিশেষ বম্ব স্কোয়াড। মনে করা হচ্ছে, বিস্ফোরণের জন্য আরডিএক্স অথবা টিএনটি ব্যবহার করা হয়েছে। সীমানার অপর প্রান্ত থেকে হয়তো ড্রোন নিয়ন্ত্রণ করা হয়েছিল।
2021-06-29