প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা থেকে নয়া জাতীয় শিক্ষানীতি গ্রহণ করেছেন। রবীন্দ্রজয়ন্তীতে এবার কলকাতায় এসে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সায়েন্স সিটিতে কবি প্রণাম অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে তিনি বলেন, গুরুদেবের ভাবনা থেকে অনুপ্রেরণা নিয়েই প্রধানমন্ত্রীর নেতৃত্বে নয়া শিক্ষানীতি এসেছে। এ নয়া শিক্ষানীতিতে মাতৃভাষায় শিক্ষাকে বিশেষ জোর দেওয়া হয়েছে।
কেন্দ্রে জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে বিজেপির বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছে রাজ্যের শাসক দল। নতুন শিক্ষানীতি রাজ্যে চালু করা নিয়ে তৈরি হয়েছে টানাপোড়েন, কিন্তু তারমধ্যে বাংলায় এসে মোদী সরকারের নতুন শিক্ষানীতি নিয়ে সাওয়াল করলেন অমিত শাহ। তাঁর কথায়, গুরুদেবের ভাবনা থেকেই এই নয়া শিক্ষাব্যবস্থা আনা হয়েছে। সেটা আজকের শিক্ষাবিদদের বুঝতে হবে। তিনি বলেন, গুরুদেব বলতেন, বিদেশী শিক্ষাব্যবস্থা ও বিশ্ববিদ্যালয়ের গুনগান করা আমাদের শিক্ষাব্যবস্থার লক্ষ্য হওয়া উচিত নয়।
নতুন শিক্ষানীতিতে মাতৃভাষার উপর কীভাবে জোর দেওয়া হয়েছে তাও উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় শিক্ষানীতির পাশাপাশি শান্তিনিকেতনে পড়াশোনার পরিবেশের উল্লেখ করেন তিনি। অমিত শাহ বলেন, “গুরুদেবের শান্তিনিকেতনের জীবনে দুবার গিয়েছি, তবে শান্তিনিকেতন নিয়ে অনেক পড়াশোনা করেছি। শান্তিনিকেতনে শিক্ষার প্রয়োগ সমগ্র বিশ্বকে নতুন রাস্তা দেখাতে পারে। বিশ্বের কাছেও ভারতের শিক্ষা ব্যবস্থার একটি উদাহরণ শান্তিনিকেতন। “