পরপর নিম্নচাপে রাজ্যে শীত আসছে আসছে করেও আসতে পারছিল না। এরই মাঝে জাওয়াদের প্রকোপে রেকর্ড বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্রিণ বঙ্গের জেলাগুলিতে। তবে সোমবার বিকেল থেকেই কমে যায় বৃষ্টির প্রকোপ। আর জাওয়াদ বিদায় নিতেই শীতের আগমনী বার্তার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকে রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহওয়া অফিসের৷
১১ ডিসেম্বরের পরে শীত পড়বে বলে আশা করা যায়। এদিকে আজও দক্রিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই। যদিও উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং জেলা সহ সিকিমে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলাকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস। তা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি।ট্রেন্ডিং স্টোরিজ
আশা করা হচ্ছে আগামী তিন-চার দিনের মধ্যে তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি কমবে। জাওয়াদের প্রভাবে রবিবার রাত থেকে বৃষ্টি শুরু হয়। সোমবার বিকেলের দিকে তা কিছুটা কমে। বৃষ্টির কারণেই আবহাওয়া বেশ ঠান্ডা। তবে প্রকৃত শীতের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে৷ এদিকে অকাল দুর্যোগে ভেঙেছে গত ১০ বছরের রেকর্ড। গত এক দশকে ডিসেম্বরে ২৪ ঘণ্টায় এত বৃষ্টি হয়নি। এর আগে ২০১২ সালের ১২ ডিসেম্বর ৩৩.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। আগ গত রবিবার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে ৬৮ মিলিমিটার। তবে সেই দুর্যোগ কাটিয়ে উঠে বঙ্গবাসী এখন শীতের অপে