“অমৃত ভারত স্টেশন প্রকল্প” ঘোষণা করেছে রেল। কেন্দ্র সরকারের উদ্যোগে রাজ্যে হবে আধুনিক মানের রেলস্টেশন। সেই তালিকায় বাংলার ৯৪টি স্টেশন রয়েছে। বর্ধমান, বনগাঁর মতো প্রান্তিক স্টেশন যেমন রয়েছে তেমনি রয়েছে পাণ্ডবেশ্বর, পানাগরের মতো ছোট স্টেশন। রয়েছে বড় স্টেশন হাওড়া শিয়ালদা।
রেলমন্ত্রক অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় স্টেশন গুলির আধুনিকীকরণের জন্য নতুন নীতি প্রণয়নের ঘোষণা করেছে ২২ ডিসেম্বর। এবার সেই স্টেশনের তালিকা প্রকাশ করা হলো। সেই তালিকা নিয়ে প্রচার শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি। দলের পক্ষ থেকে এবং দলের সংসদরা টুইট করে সেখানে স্টেশনের নামের তালিকা প্রকাশ করেছেন।
রেলের পরিকল্পিত তালিকায় থাকা স্টেশনগুলো কোথায় কেমন চাহিদা রয়েছে সেই অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার হবে। তবে মূলত নজর থাকবে যাত্রী সুবিধার দিকেই। স্থানীয় উৎপাদনের বাজার যাতে রেল স্টেশন ঘিরে তৈরি হতে পারে সেদিকেও নজর রাখছে রেল।
জানা গেছে, এই প্রকল্পে স্টেশনে থাকা বিভিন্ন শ্রেণির যাত্রী প্রতীক্ষালয় গুলিকে মিলিয়ে দিয়ে অত্যাধুনিকভাবে গড়ে তোলা হবে। সেখানে নানা সুযোগ-সুবিধা থাকবে। প্রতীক্ষালয়ে উন্নত মানের ক্যাফেটেরিয়া ও ক্ষুদ্র পণ্যের দোকান থাকবে। তালিকাভুক্ত স্টেশন গুলিতে প্ল্যাটফর্ম উঁচু করা হবে। ৭৬০ থেকে ৮১০ মিলিমিটার উঁচু প্ল্যাটফর্ম তৈরি করার পরিকল্পনা রয়েছে। এছাড়া এই প্রকল্পের আওতায় থাকা স্টেশন মুখী রাস্তা গুলিকে চওড়া করার পাশাপাশি রাস্তার ধারে থাকা অবৈধ নির্মাণ সরিয়ে দেওয়া হবে। যাত্রীদের সুবিধার কথা ভেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া স্টেশনে পৌঁছানো এবং বেরিয়ে যাওয়ার সময় যাত্রীরা যাতে সহজে পথ খুঁজে পান সেটা নিশ্চিত করতে বিভিন্ন জায়গায় দিক নির্দেশের ব্যবস্থা হবে। স্টেশনে যাওয়া আসার রাস্তা গুলিকে পথচারীদের জন্য বিশেষ ব্যবস্থার পাশাপাশি উন্নত আলোর ব্যবস্থা করা হবে। গাড়ি রাখার জন্য পার্কিং প্লেস তৈরি করা হবে।
এছাড়াও বিভিন্ন সময় প্রতিবন্ধী যাত্রীদের সুবিধার জন্য যে সব নির্দেশ প্রকাশ করে তা মেনে প্রতিটি স্টেশনে প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে। মহিলা এবং প্রতিবন্ধী সহ সব ধরনের যাত্রীদের ব্যবহার উপযোগী শৌচাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। কোনো স্টেশনে কি করা দরকার তা ঠিক করতে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার যাত্রী সহ প্রশাসন ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে বলেও ঠিক করেছে রেল মন্ত্রক।