ক্যামেরায় যা দেখা যাচ্ছে তা কি সত্যি! নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি এক বন দফতরের কর্মী। কারণ ক্যামেরায় দেখা যাচ্ছে, বনাঞ্চলে হেঁটে বেড়াচ্ছে চিতাবাঘ। পুরুলিয়া বনবিভাগের কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের জঙ্গলে এই ছবিই ধরা পড়েছে বনদফতরের ট্র্যাপ ক্যামেরায়। এই ট্র্যাপ ক্যামেরায় ওই চিতাবাঘ ধরা পড়ার পর পুরুলিয়া বনবিভাগ বাংলা–ঝাড়খণ্ডের জঙ্গল নিয়ে নানা তথ্য ছবি–সহ অরণ্য ভবনে পাঠিয়ে দিয়েছে। তারপরেই ওই জঙ্গলে কড়া নজরদারির নির্দেশ দিয়েছে রাজ্য বনবিভাগের বন্যপ্রাণ শাখা।
বিষয়টি ঠিক কী ঘটেছে? এই বিষয়ে রাজ্যের প্রধান মুখ্যবনপাল (বণ্যপ্রাণ) তথা ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন দেবল রায় বলেন, ‘পুরুলিয়ার ওই জঙ্গল ঝাড়খণ্ডের সঙ্গে মিশে রয়েছে। পুরুলিয়া বনবিভাগকে বলা হয়েছে ওই চিতাবাঘ ধরতে কড়া নজর রাখতে। বনদফতরের কর্মীরা সেই কাজ করছেন।’ তাই কোটশিলা বনাঞ্চল থেকে রিপোর্ট নিচ্ছে পুরুলিয়া বনবিভাগ।
স্থানীয় সূত্রে খবর, দু’বছর ধরে পুরুলিয়ার এই বনাঞ্চলে গবাদি পশু নিখোঁজ হয়ে যাচ্ছে বলে খবর দেওয়া হয় বনদফতরে। এবার ক্যামেরায় চিতাবাঘের ছবি মিলতেই বনদফতর বিষয়টি বুঝতে পেরেছে। চিতাবাঘ যে রয়েছে তা নিশ্চিত হওয়া যায়। এই নিয়ে এখন আতঙ্কে কাটছে গ্রামবাসীদের। তাছাড়া দোল–হোলিতে পর্যটকরা এখানে এলে চাপ বাড়বে বলেও মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই বনদফতর মাইকিং করে গভীর জঙ্গলে যেতে নিষেধ করেছে। এখানে অনেকেই রুটি–রুজির টানে বনজ সম্পদ সংগ্রহ করতে জঙ্গলে গিয়ে থাকেন। ঠিক কী দেখা গিয়েছে ওই ট্র্যাপ ক্যামেরায়? ট্র্যাপ ক্যামেরায় রাতে যে চারটি ছবি ধরা পড়েছে তাতে দেখা যাচ্ছে, একটি শিকারের সামনে চোখ মেলে তাকিয়ে রয়েছে চিতাবাঘ। তার পর থেকেই তোলপাড় শুরু হয়ে যায়।