জলপাইগুড়ির প্রশিক্ষণপ্রাপ্ত সিভিল ডিফেন্সের সদস্যদের উদ্ধার কাজের সুবিধার্থে কিট তুলে দেওয়া হল। বৃহস্পতিবার জেলাশাসক দফতর সংলগ্ন সিভিল ডিফেন্স অফিসে এক কর্মসূচির মধ্য দিয়ে সদস্যের এই কিট তুলে দেওয়া হয়। কিটে রয়েছে লাইভ জ্যাকেট, চর্ট লাইট, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম সহ ইত্যাদি সামগ্রী।
জানা গিয়েছে, গত ১৫ দিন ধরে জেলার বিভিন্ন প্রান্তের প্রায় চার শতাধিক সিভিল ডিফেন্স কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। প্রশিক্ষণের জন্য সিভিল ডিফেন্স কর্মীদের ছয়টি ভাগে ভাগ করা হয়। বন্যা, দুর্ঘটনা এমনকি প্রাকৃতিক দুর্যোগের সময় কিভাবে কাজ করতে হবে এই নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এনডিআরএফ- এর দক্ষ অফিসাররা প্রশিক্ষণ দিয়েছিলেন সিভিল ডিফেন্সের সদস্যদের।
প্রশিক্ষণপ্রাপ্ত এক সিভিল ডিফেন্সের সদস্য আশিনূর আলম বলেন, “আমরা প্রশিক্ষণ নিয়েছিলাম সিভিল ডিফেন্সের। বিভিন্ন উদ্ধার কাজ করার জন্য আজ কিট তুলে দেওয়া হল। আমরা স্বেচ্ছায় এই শ্রম দিয়ে থাকি। আমাদের আশ্বাস দেওয়া হয়েছে ভবিষৎতে কাজের সুযোগ করে দেওয়া হবে।”