বুধবার থেকে শুরু হল জলপাইগুড়ি নাট্য উৎসব। ১৭ ডিসেম্বর পর্যন্ত জলপাইগুড়ি জেলা তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে এই নাট্য উৎসব শুরু হলো শহরের সমাজ পাড়ার রবীন্দ্রভবনের পেক্ষাগৃহে। জেলার বিভিন্ন প্রান্তের নাট্য শিল্পীদের পাশাপাশি প্রতিবেশী জেলা দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলার শিল্পীরা এই নাট্য মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরবেন। প্রতিদিন সাড়ে ছ’টা থেকে নাটক শুরু হবে। প্রতিদিন দুটো করে নাটক হবে সল্প দৈঘ্যের।
এদিন কোচবিহারের অনাসৃষ্টি ও শিলিগুড়ির বলাকা নাট্যগোষ্ঠী নাটক পরিবেশন করেন। ১৪ ডিসেম্বর কোচবিহার ও জলপাইগুড়ি নাট্যগোষ্ঠী, ১৫ ডিসেম্বর কালিম্পং ও আলিপুরদুয়ার, ১৬ ডিসেম্বর দার্জিলিং ও জলপাইগুড়ি এছাড়া ১৭ ডিসেম্বর জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে নাট্যগোষ্ঠীরা নাটক পরিবেশন করবেন।
রাজ্য সরকারের নির্দেশে নাট্য শিল্পকে তুলে ধরতে ও শিল্পীরা নিজেদের প্রতিভা যেন তুলে ধরতে পারে এই উদ্দেশে এই নাট্য উৎসবের আয়োজন করা হয়। যদিও প্রচারের খামতি থাকায় দর্শক আসনে হাতেগোনা কয়েকজন দর্শক লক্ষ্য করা গেল।
সমাজমাধ্যমের পাশাপাশি বিভিন্নভাবে প্রচারে জোর দেওয়া হয়েছে বলে জানালেন জেলা তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক জয়ন্ত মল্লিক।