প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রোজেক্ট কাশি বিশ্বনাথ করিডরে ভেঙে পড়ল জরাজীর্ন হোস্টেল। ঘুমের মধ্যেই ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে যান কাশি বিশ্বনাথ করিডর প্রোজেক্ট নির্মাণকাজের সঙ্গে যুক্ত ৯ জন শ্রমিক। তাঁদের মধ্যে ৭ জনকে প্রাণে বাঁচানো সম্ভব হলেও, দু’জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকদের নাম-আমিনুল মোমিন (৪৫) ও এবাউল মোমিন (২৭)। তাঁদের বাড়ি পশ্চিমবঙ্গের মালদহ জেলার কালিয়াচকে। আহত ৭ জনের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক।
পুলিশ জানিয়েছে, দশাশ্বমেধ ঘাট থানার অন্তর্গত কাশি বিশ্বনাথ করিডর প্রোজেক্ট এলাকার গোয়েঙ্কা হোটেলে থাকতেন শ্রমিকরা। কাশি বিশ্বনাথ করিডরের জন্য ললিতা ঘাটে অবস্থিত গোয়েঙ্কা ছাত্রাবাসকে অধিগ্রহণ করা হয়েছিল। সোমবার রাতে অতিরিক্ত গরমের কারণে ছাত্রাবাসের নীচে ঘুমিয়েছিলেন শ্রমিকরা। মঙ্গলবার ভোর চারটে নাগাদ আচমকাই গোয়েঙ্কা ছাত্রাবাস ভেঙে পড়ে। ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন দু’জন শ্রমিক। আহত ৭ জন শ্রমিকের নাম- আব্দুল জব্বার, ইমরান, আরিফ মোমিন, শাহিদ আখতার, সাকিউল মোমিন, হাকিম খান ও আরিফ মোমিন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, করিডরে ভারী মেশিনের কম্পনে ভেঙে পড়ছে স্থানীয় বাড়ি।
2021-06-01