কেষ্টর অনুপস্থিতিতে বীরভূমে দলের সংগঠনের দায়িত্ব নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজেই একথা ঘোষণা করেছেন। এবার বিজেপির তরফে সেই কেষ্টর গড় দখলে আসরে নামছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী।
জানাগেছে, আগামী ১১ ফেব্রুয়ারি রাতে কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেদিন শহরের এক হোটেলে থাকবেন তিনি। দলের নেতাদের সাথে বৈঠক করবেন শাহ। দলের সংগঠনে খামতি এবং গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি উঠে আসতে পারে তাঁর বৈঠকে।
বিজেপি সূত্রের খবর, ১২ ফেব্রুয়ারি দলের নেতাদের সাথে বৈঠক ছাড়াও দুই জেলায় জোড়া জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল ১১টায় তাঁর প্রথম সভা বীরভূমের সিউড়িতে। আসলে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূমে ভালো ফল করার সুযোগ দেখছে বিজেপি। সেকারণে রাজ্য নেতারাও ঘুরে ঘুরে যাচ্ছেন বীরভূমে। এবার কেষ্টর গড় দখলে আসরে নামছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী।
বীরভূমে জনসভার পর জেলা নেতাদের সঙ্গে আলাদ করে বৈঠকও করবেন শাহ। তাঁর পরবর্তী জনসভা হুগলির আরামবাগে। দুপুর দুটো নাগাদ সেই সভা হওয়ার কথা। ২০১৯ সালে এই আরামবাগ লোকসভা কেন্দ্রটি সামান্য ব্যবধানে হাতছাড়া হয় বিজেপির। সেই সামান্য ব্যবধানে হারা আসনটি এবার দখল করতে মরিয়া গেরুয়া শিবির। এখানেও জনসভার শেষে জেলা নেতাদের সঙ্গে বৈঠক করবেন শাহ। বিকেল ৫টায় কলকাতা ফিরবেন তিনি। সেদিনই দিল্লি ফিরে যাবেন।
মাঝ ফেব্রুয়ারি থেকেই পুরোদমে শুরু হয়ে যাচ্ছে বিজেপির মিশন ২০২৪। রাজ্যে সংগঠনের হাল ফেরাতে বঙ্গ বিজেপির নেতারা বহুদিন আগে থেকেই কেন্দ্রীয় নেতৃত্বের উপর ভরসা করে বসে আছেন। ইতিমধ্যেই রাজ্যে একদফা ঝটিকা সফর সেরে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবার বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।