কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় এবার কড়া পদক্ষেপ রাজভবনের। শনিবারের ওই হামলার ঘটনায় প্রশাসনের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সি.ভি আনন্দ বোস।
দিনহাটায় নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনার প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় রাজভবনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে বিরোধী দলনেতা রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন। শুভেন্দুবাবু প্রশ্ন তোলেন, তাহলে বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?’ প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে’। ওরা শুরু করেছে, আমরা শেষ করব।
রাজভবনের তরফে বিবৃতি জারি করে রাজ্যপাল আনন্দ বোস জানিয়েছেন, আইন-শৃঙ্খলার অবনতি হলে তিনি চুপ থাকবেন না। তিনি বলেন, প্রতিবাদ গণতন্ত্রের অংশ কিন্তু হিংসা নিয়ম-বিরুদ্ধ। তাই কোনোভাবে রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি মেনে নেবেন না। অবিলম্বে নিশীথ প্রামাণিকের হামলার ঘটনার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তলব করেছেন তিনি।
প্রসাশনিক ব্যবস্থায় কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে শনিবার থেকেই রাজ্যে ৩৫৫ ধারা জারির দাবি তুলেছে রাজ্য বিজেপি। সরব হয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই পরিস্থিতিতেই রাজ্যপাল আনন্দ জানিয়েছেন তিনি নিশীথের সঙ্গে কথা বলেছেন এবং সংস্কৃতির মাটি বাংলায় এই হামলা উদ্বেগজনক ঘটনা।