পঞ্চায়েত ভোট দেখতে জেলাসফরে বেরোলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার সকালে রাজভবন থেকে বেরিয়ে প্রথমে সড়কপথে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর লাগোয়া পঞ্চায়েত এলাকাগুলিতে গিয়েছেন তিনি। এর পর তাঁর কনভয় রওনা হয়েছে ওই এলাকায় লাগোয়া নদিয়া জেলার কল্যাণীর উদ্দেশে।
রাজ্যপাল ভোট পরিদর্শনে যাচ্ছেন, এ রকম ঘটনা এ রাজ্যে নজিরবিহীন। তিনি যে উত্তর ২৪ পরগনা এবং নদিয়ায় শনিবার পঞ্চায়েত ভোট দেখতে যাবেন, তা শুক্রবার রাতেই রাজভবনের তরফে ওই দুই জেলার জেলাশাসককে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল। রাজভবনের তরফে ওই চিঠিতে জানানো হয়, শনিবার সকালে রাজভবন থেকে সড়কপথে ব্যারাকপুরের বাসুদেবপুর একটি বুথের উদ্দেশে রওনা দেবেন।
ওই বুথ পরিদর্শনের পরে বাসুদেবপুর থেকে তিনি নদিয়ার উদ্দেশে রওনা দেবেন। নদিয়ার বেশ কয়েকটি বুথ ঘুরে আবার রাজ্যপালের রাজভবনে ফেরার কথা। রাজভবনের তরফে জানানো হয়েছে, ২টো নাগাদ আবার উত্তর ২৪ পরগনার বসিরহাটের উদ্দেশে সড়কপথে রওনা দেবেন আনন্দ বোস। দুপুর ৩টে নাগাদে বসিরহাটে পৌঁছে বিকেল ৫টা পর্যন্ত সেখানকার বিভিন্ন বুথ পরিদর্শন করে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ রাজভবনে ফিরে আসবেন তিনি।