কলকাতায় ‘জওয়ান’-এর প্রথম শো ভোর ৫টায়, কোথায় গেলে সাতসকালে দেখা যাবে শাহরুখের সিনেমা?

হাতে আর মাত্র তিন দিন। ‘পাঠান’-এর পর আরও এক বার বড় পর্দা কাঁপাতে হাজির হচ্ছেন শাহরুখ খান। ছবি ঘিরে দর্শকের উন্মাদনা তুঙ্গে। গত শুক্রবার দেশ জুড়ে ছবির অগ্রিম টিকিট বুকিং শুরু হয়। এর মধ্যেই অগ্রিম টিকিট বুকিংয়ের নিরিখে ‘পাঠান’-এর নজিরকে ছাপিয়ে গিয়েছে ‘জওয়ান’। তাই সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের একাংশের মতে, ‘জওয়ান’ নাকি ‘পাঠান’-এর ব্যবসা অতিক্রম করতে পারে।

সারা দেশে প্রথম দিনের প্রথম শো কে আগে আয়োজন করতে পারে, তা নিয়ে মাল্টিপ্লেক্স কর্তাদের মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা। রবিবার পর্যন্ত জানা গিয়েছিল, কলকাতায় ‘জওয়ান’-এর প্রথম শো হবে সকাল ৬টার পর। কিন্তু সোমবার নিউ টাউনের একটি মাল্টিপ্লেক্স (মিরাজ সিনেমাজ়) ভোর ৫টার স্লটে ছবির টিকিট খুলে দিয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত শহরে এটাই ‘জওয়ান’-এর প্রথম শো হতে চলেছে। শুধু তাই নয়, খোঁজ নিয়ে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত এ রাজ্যে ছাড়া আর কোথাও ভোর ৫টায় কোনও ছবির প্রদর্শনের আয়োজন করা হয়নি।

এ রাজ্যে ‘জওয়ান’-এর পরিবেশনার দায়িত্বে রয়েছে এসভিএফ। এই প্রসঙ্গে, সংস্থার এক কর্মকতা বললেন, ‘‘ওরা আমাদের অনুমতি না নিয়েই শোটা খুলে দিয়েছে। এখনও রেড চিলিজ়(ছবির প্রযোজক)-এর তরফে অনুমতি আসা বাকি। তবে মনে হচ্ছে এই শোটা আমরা দেখাতে পারব।’’ একটি মাল্টিপ্লেক্স ছবি দেখাচ্ছে ভোর ৫টায়। মঙ্গলবার কি অন্যরাও সেই পথে হাঁটতে পারে? ওই কর্মকর্তার কথায়, ‘‘ছবির টিকিটের চাহিদা প্রচুর। তাই কিছুই বলা যাচ্ছে না। এখনও তিনটে দিন মানে অনেক সমীকরণ বদলে যেতে পারে। তবে প্রযোজনা সংস্থাই শেষ সিদ্ধান্ত নেবে।’’

হঠাৎ এই সিদ্ধান্ত কি ব্যবসায়িক চমকের জন্য? আনন্দবাজার অনলাইনের তরফে প্রশ্ন রাখা হয়েছিল মিরাজ সিনেমাজ়-এর ম্যানেজিং ডিরেক্টর অমিত শর্মার কাছে। তিনি বললেন, ‘‘সারা দেশে ৬২টি মাল্টিপ্লেক্সে আমরা ছবি দেখাই। কিন্তু ‘জওয়ান’-এর প্রথম দিনের টিকিট বিক্রির নিরিখে এখনও পর্যন্ত কলকাতায় আমাদের প্রেক্ষাগৃহে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে। তাই সুযোগ হাতছাড়া করতে চাইনি।’’ অমিতের মতে, ব্যবসার পাশাপাশি অনুরাগীদের দিকটাও প্রেক্ষাগৃহ কর্তাদের দেখা উচিত। তাঁর কথায়, ‘‘সব অনুরাগীই তাঁর পছন্দের অভিনেতার ছবি সবার আগে দেখতে চান। তা না হলে সর্বত্র ছবি নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। আমার আশা, প্রথম দিনে আমাদের সিংহভাগ শো হাউসফুল হবে।’’

এর আগে কলকাতায় ভোর ৫টায় কোনও ছবির শো দেখানো হয়েছে বলে মনে করতে পারছেন না সিনেমা হল কর্তাদের সিংহভাগ। ‘কেজিএফ ২’ বা অ্যাভেঞ্জার্স সিরিজ়ের ছবি ঘিরে উন্মাদনা দেখা দিলেও সকাল ৬টার পরে শো ছিল। কলকাতায় ‘পাঠান’-এর প্রথম শো ছিল সকাল ৬টা ৪৫ মিনিটে। কিন্তু ‘জওয়ান’-এর ক্ষেত্রে শাহরুখ নিজের নজিরই ভেঙে দিলেন। পরিবেশক শতদীপ সাহা বললেন, ‘‘এর আগে এ রকম ঘটনা ঘটেনি। এটা তো খুবই ভাল লক্ষণ। কোনও সিনেমাকে ঘিরে উন্মাদনা তৈরি হলে বেশি সংখ্যক দর্শক হলে যাবেন। তাতে তো ইন্ডাস্ট্রির প্রত্যেকেই লাভবান হবেন।’’

সম্প্রতি, শহরে শাহরুখ খানের বেহালা ফ্যান ক্লাবের তরফে অজন্তা সিনেমা হলে মধ্যরাতে ‘জওয়ান’-এর শো আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু প্রযোজনা সংস্থা তাদের সকাল ৬টার পর শো আয়োজন করার পরামর্শ দেয়। অন্য দিকে জানা যাচ্ছে, বুধবার মধ্যরাতের পর সাউথ সিটি মলের আইনক্সে ‘জওয়ান’-এ প্রথম দিনের প্রথম শো আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু শপিং মল কর্তৃপক্ষের অনুমতি না মেলায় এখনও পর্যন্ত সেই শো দেখানো হবে না বলেই জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.