কোভিডে মৃত্যু হলে এক্স গ্রাশিয়া পেতে পরিবারকে ৯০ দিনের মধ্যে আবেদন জানাতে হবে বলে আজকে জানিয়ে দিল কেন্দ্র। সুপ্রিম কোর্টের ২৪ মার্চের একটি নির্দেশকে উদ্ধৃত করে কেন্দ্রীয় সরকার জানায়, ২০ মার্চের আগে কেউ কোভিডে মারা গেলে তার পরিবার ক্ষতিপূরণের জন্য আভেদন জানাতে সময় পাবে ৬০ দিন। এদিকে আবেদনের প্রক্রিয়াকরণ এবং ক্ষতিপূরণ দেওয়ার পুরো কাজ একমাসের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছে কেন্দ্র।
এর আগে আদালত অবশ্য নির্দেশ দিয়েছে যে কোনও আবেদনকারীর যদি কঠিন পরিস্থিতিতে থাকে তাহলে আবেদনের সময়সীমা পার হয়ে গেলে সে অভিযোগ নিষ্পত্তি কমিটির কাছে যেতে পারে। পাশাপাশি আদালত এও নির্দেশ দিয়েছে যে ভুয়ো দাবির ঝুঁকি কমানোর জন্য, যাবতীয় আবেদনের পাঁচ শতাংশ যদৃচ্ছভাবে যাচাই-বাছাই করা হবে। ভুয়ো আবেদন করা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে শীর্ষ আদালত।
এদিকে কয়েকদিন আগেই চার রাজ্যে বিশেষ দল পাঠিয়ে কোভিড মৃত্যুর প্রেক্ষিতে জমা পড়া আবেদন যাচাইয়ের কাজ শুরু করেছে কেন্দ্র। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই পদক্ষেপ। উল্লেখ্য, সরকারি হিসেবে মৃতের সংখ্যা থেকে বেশি সংখ্যক এক্স গ্রাশিয়ার আবেদন জমা পড়েছে। কেরল, গাজরাট, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশে মূলত এই সংখ্যার হেরফের দেখা গিয়েছে। এই চার রাজ্যেই দল পাঠিয়েছে কেন্দ্র।