ন’মাস ধরে নিখোঁজ জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের আনন্দ পাড়ার বাসিন্দা সুন্দরমোহন রায় বলে দাবি পরিবারের। থানায় অভিযোগ জানানোর পরেও বাবার খোঁজ না পেয়ে জেলা পুলিশ সুপার দফতরের দ্বারস্থ হলেন সুন্দরে’র মেয়ে সঞ্চিতা রায়।
পরিবারের দাবি, জানুয়ারি মাসে মালদহের এক ঠিকাদারের সঙ্গে কলকাতায় কাজের সন্ধানে যায় সুন্দর। গ্রামের সঞ্চিতার বাবার সহ মোট আটজন কলকাতায় শ্রমিকের কাজের উদ্দেশে রওনা দিয়েছিলেন। সকলে কাজের যোগ দিলেও সুন্দর কাজে যায়নি বলে দাবি। ঘটনাটি চলতি বছর জানুয়ারি মাসের। সেদিন গভীর রাতে বাড়িতে ফোন করে সুন্দর জানায়, তার কাছে টাকা নেই, সে মালদহ স্টেশনে রয়েছে বলে দাবি পরিবারের। কিন্তু সেই স্টেশনে তাকে পাওয়া যায়নি।
এদিকে পুলিশকে অভিযোগ জানালে মালদহ স্টেশনের সিসি ক্যামেরায় খতিয়ে দেখা যায় গভীর রাতে মালদহ স্টেশনে ঘুরাঘুরি করছিলেন সুন্দর বলে জানান মেয়ে সঞ্চিতা রায়। তিনি বলেন, “গ্রামের সাতজন বাড়িতে ফিরে এসেছেন কাজ করে, কিন্তু আমার বাবা এখনও আসেননি। জানুয়ারি মাসে শেষবার কথা হয়েছিল বাবার সঙ্গে। সেই সময় মালদহ স্টেশনে ছিল বাবা। সবটাই পুলিশকে জানালাম। আশ্বাস দিয়েছেন পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে।”