বিধিনিষেধের পর সবার জন্য খুলেছে মেট্রো রেল। অফিস–কাছারিও খুলেছে আগের মতো করেই। তাই রোজ মেট্রো রেলে যাত্রীর সংখ্যা বাড়তে শুরু করেছে। তার জেরে অনেক সময়ই দেখা যাচ্ছে শারীরিক দূরত্ববিধি শিকেয় উঠেছে। এই পরিস্থিতিতে আগামী সোমবার থেকে আরও মেট্রো রেলের সংখ্যা বাড়াতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এমনকী দূরত্ববিধি বজায় রাখতে প্রতি মেট্রোতে গড়ে ৬০০ জন করে যাত্রী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো। আর অফিস টাইমে ভিড় এড়াতে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
শুক্রবার থেকে মেট্রো পরিষেবা চালু হয়েছে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো। সকাল ৮টা থেকে রাত ৮টা। মোট ৯৬ জোড়া ট্রেন চলছিল। শনিবার–রবিবার রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, বন্ধ ছিল পরিষেবা। এই বিষয়ে মেট্রো রেল ডিজিএম প্রত্যুষ ঘোষ বলেন, ‘প্রত্যেকটা কামরায় একটা ক্রস চিহ্ন দিয়েছি। একটা আসন পর পর ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। ৬০০ জন যাত্রীর আসন নির্ধারিত করা হয়েছে। তারপর শারীরিক দূরত্ববিধি মেনে দাঁড়িয়ে যেতে পারবেন যাত্রীরা।’
কিন্তু দেখা গিয়েছে, সাধারণের জন্য মেট্রো পরিষেবা চালু হতেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। তাছাড়া ভিড় বাড়তে শুরু করেছে। এমনকী ক্রস চিহ্ন থাকা আসনে যাত্রী বসে রয়েছেন। সেখানে দূরত্ববিধি মানা হচ্ছে না। ইদানিংকালে স্টেশনগুলিতে ভিড় আরও বাড়তে থাকে। তাই যাত্রীর ভিড় দেখে মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা সোমবার থেকে কার্যকর হবে।