মুম্বইয়ের বিশেষ আদালতে খারিজ হয়ে গেল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর (Rhea Chakroborty) জামিনের আবেদন। শুক্রবার শুনানিতে খারিজ হয়ে যায় তাঁর আবেদন। পাশাপাশি রিয়ার ভাই শৌভিক, সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) বান্দ্রার ফ্ল্যাটের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রাঁধুনি দীপেশ সাওয়ান্ত এবং ড্রাগ ডিলার আবদুল বসিত পরিহার এবং জাইদ ভিলাত্রার জামিনের আবেদনও খারিজ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার রিয়া ও শৌভিক চক্রবর্তীর জামিনের আবেদনের শুনানি হয় মুম্বইয়ের এক বিশেষ আদালতে। আদালতে রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে তাঁর মক্কেলের হয়ে জামিনের আর্জি জানিয়ে দাবি করেন, রিয়াকে মানসিক চাপ দিয়ে ‘স্বীকারোক্তি’ আদায় করে নিয়েছে নারকোটিক্স কন্ট্রোল বুরো (NCB)। তার ভিত্তিতেই জামিনের আবেদন করা হয়েছিল। আজ রায় ঘোষণায় বিচারক জিবি গুরাও জামিনের আবেদন খারিজ করে দেন।
রিয়া দাবি করেছিলেন, তাঁকে ভুয়ো মাদক মামলায় ফাঁসানো হয়েছে। তিনি কোনও অপরাধ করেননি। তাঁর আইনজীবী সতীশ মানশিন্ডের করা আবেদনে বলা হয়েছিল, ‘‘রিয়াকে গ্রেফতার করার কোনও কারণই নেই। জিজ্ঞাসাবাদের সময়ে এনসিবি রিয়াকে মানসিক চাপ দিয়ে স্বীকারোক্তি আদায় করে নিয়েছে। চাপে পড়েই রিয়া এমন সব কথা বলতে বাধ্য হয়েছেন, যাতে মনে হয়, তিনিই দোষী। কিন্তু এগুলো সত্য নয়। মানসিক চাপ দেওয়ায় অভিনেত্রীর স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করা হয়েছে। রিয়া নিজেও সেই স্বীকারোক্তি প্রত্যাহার করে নিয়েছেন।’’ আবেদনে আরও বলা হয়েছিল, এনসিবি-র তদন্তকারীরা যখন রিয়াকে জিজ্ঞাসাবাদ করছিলেন, তখন সেখানে কোনও মহিলা অফিসার ছিলেন না। আজ রিয়ার ভাই শৌভিক ও এনসিবি-র গ্রেফতার করা আরও চার জনের জামিনের আবেদনের শুনানি হয়েছিল। রিয়ার সঙ্গে তাদেরও জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে।