‘রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে না আদালত’‌, মামলা খারিজ হাইকোর্টে

রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক তেতো হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে রাজ্যপালের অপসারণ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। সেই রিট পিটিশন আজ, শুক্রবার সরাসরি খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

ঠিক কী পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের? আদালত সূত্রে খবর,‌ পদে থেকে সাংবিধানিক এক্তিয়ার লঙ্ঘন করছেন রাজ্যপাল বলে রিট পিটিশনে দাবি করা হয়েছিল। এই বিষয়ে আদালত আজ জানিয়েছে, রাজ্যপালের বিরুদ্ধে করা মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই। সংবিধান অনুযায়ী, রাজ্যপালের কাজে আদালত কোনও হস্তক্ষেপ করতে পারে না। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রাজ্যপাল।ট্রেন্ডিং স্টোরিজ

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কী বলেছেন?‌ এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন, সংবিধান রাজ্যপালকে যে অধিকার দিয়েছে তাতে তিনি আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য নন। এই কথা বলেই মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। গতকালই রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে দেখা করার অনুরোধ করেছেন। সেটি আবার টুইটও করেন।

উল্লেখ্য, এই মামলায় গত ১৪ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানির পর রায়দান স্থগিত ছিল। শুক্রবার কলকাতা হাইকোর্ট জানায়, সংবিধানের ৩৬১ ধারা অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে এমন কোনও পদক্ষেপ করতে পারে না আদালত। রাজ্যপালকে অপসারণের দাবিতে রাজ্যসভায়–লোকসভা্য সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। এমনকী ওয়াকআউট করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.