শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের জয় আর কেউ মনে রাখেনি। সকলের মনে রয়েছে শুধু শাকিব আল হাসানের করা টাইম্ড আউট। ক্রিকেটের ইতিহাসে প্রথম বার আন্তর্জাতিক স্তরে যা দেখা গিয়েছিল ৬ নভেম্বর। বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরাসিংহ চাইছেন এই আউটের নিয়ম বদলে যাক। শাকিবের মতো প্রশ্নের মুখে আর কোনও অধিনায়ককে ফেলতে চান না তিনি।
শাকিব টাইম্ড আউট করার পর থেকে অনেকেই বাংলাদেশের অধিনায়ককে বিদ্রুপ করেছেন। তাঁর নেওয়া সিদ্ধান্তের সমালোচনাও করেছেন অনেকে। হাথুরাসিংহ বলেন, “আমার মনে হয় না এই টাইম্ড আউট নিয়ে কথা এখনই থামবে বলে। তবে আমি একটা কথা বলতে পারি যে, এটাও এক ধরনের আউট। আমার মতে এই আউটের সিদ্ধান্ত আম্পায়ারের নেওয়া উচিত। ফিল্ডিং দলের আবেদনের প্রয়োজন নেই।” আউটের আবেদন করেছিলেন শাকিব। তার পর আম্পায়ার সিদ্ধান্ত জানান। সেই কারণে শাকিবের সমালোচনা হচ্ছে। আগামী দিনে আর কেউ যাতে শাকিবের মতো পরিস্থিতিতে না পরে সেটাই চান হাথুরাসিংহ।
শাকিব হয়তো বিশ্বকাপে তাঁর শেষ ম্যাচ খেলে ফেলেছেন। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি। পরের বিশ্বকাপের সময় শাকিবের বয়স হবে ৪০। তখন আর বাংলাদেশের অলরাউন্ডার খেলবেন কি না তা বলা কঠিন। শেষ বিশ্বকাপ হতে পারে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লার। তাঁরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন। হাথুরাসিংহ বলেন, “শাকিবের মতো এক জন অলরাউন্ডার দলে থাকা মানে দু’জন ক্রিকেটারের কাজ হয়ে যাওয়া। শাকিবের পরিবর্ত পাওয়া কঠিন। মুশফিক, মাহমুদুল্লাদের মতো ক্রিকেটারেরা বাংলাদেশের সেরা। ওরা যদি আর না খেলে তাহলে আগামী প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিতে হবে।”