ইয়াস (Yaas) বিধ্বস্ত বাংলার (West Bengal) অবস্থা খতিয়ে দেখতে এসেছে কেন্দ্রীয় দল। দলে রয়েছেন ৭ জন প্রতিনিধি। বিভিন্ন এলাকা পরিদর্শন করে কেন্দ্রকে রিপোর্ট জমা দেবেন তাঁরা। সোমবার দিনভর রয়েছে তাঁদের কর্মসূচি। এই প্রতিনিধি দলে থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এস কে শাহি।
এলাকা পরিদর্শনের জন্য দলকে দুভাগে ভাগ করা হয়েছে। প্রথম দলটি সকাল ১০টায় কলকাতা থেকে রওনা দেবে। সকাল সাড়ে ১০টা নাগাদ সড়কপথে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাডে পৌঁছবেন দলের সদস্যরা। হেলিকপ্টারে চড়ে তাঁরা রওনা দেবেন পাথরপ্রতিমার উদ্দেশে। পাথরপ্রতিমায় পৌঁছনোর পর তাঁরা ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন। সেখানেই সোয়া ১২টা পর্যন্ত থাকবেন তাঁরা। এরপর সেখান থেকে হেলিকপ্টারে চড়ে রওনা দেবেন গোসাবার উদ্দেশে। বেলা ১২টা ৪০ মিনিটে গোসাবায় পৌঁছনোর পর সেখানে ২ টো পর্যন্ত এলাকা পরিদর্শন করবেন দলের সদস্যরা। সেখানেই সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক ও মধ্যাহ্নভোজ সারবেন তাঁরা। এরপর ফিরবেন কলকাতায়।
দ্বিতীয় প্রতিনিধি দলের সদস্যরা সড়কপথে ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন। সকাল সাড়ে ৯টা নাগাদ কলকাতা থেকে রওনা দেবেন দ্বিতীয় প্রতিনিধি দলের সদস্যরা। ১২টা ১০ মিনিট নাগাদ তাঁদের গদখালি পৌঁছনোর কথা। সেখানে এলাকা পরিদর্শন করে ১২টা ৪০ মিনিট নাগাদ লঞ্চে কিংবা বোটে চড়ে গোসাবা তাঁরা গোসাবা রওনা দেবেন। সেখানে ২ টো পর্যন্ত ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন তাঁরা। এরপর বেলা ২ টোয় সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক ও মধ্যাহ্নভোজ সারবেন। সেখান থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবেন তাঁরা।
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেছেন ঘূর্ণিঝড় ইয়াসের (Cyclone Yass) ফলে প্রায় ২০০০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই সংক্রান্ত একটি রিপোর্ট ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘা ও সুন্দরবনকে নতুন করে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী। মোদীর কাছে ২০০০০ কোটি টাকার আর্থিক সাহায্য চেয়েছেন মমতা। কিন্তু কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে এরম কোনো রিপোর্ট তাদের কাছে জমা পড়েনি। ঘূর্ণিঝড় ইয়াসের (Cyclone Yass) আছড়ে পড়ার আগের দিন বাংলার জন্য কেন্দ্রের তরফে ৪০০ কোটি টাকার একটি তহবিল ঘোষণা করা হয়। এখন কেন্দ্র রাজ্য সংঘাতের এই আবহে ইয়াসের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার।