আলিপুর সংশোধনাগার ভাঙায় স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে জানানো হয়েছে পরবর্তী নির্দেশ জারি না করা পর্যন্ত সংশোধনাগারে সমস্ত নির্মাণকাজ বন্ধ থাকবে। হেরিটেজ এই নির্মাণ ভাঙার বিরোধিতায় দায়ের মামলায় এই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।
বলে রাখি, আলিপুর সংশোধনাগারের একাংশ ভেঙে সেখানে ২টি সংগ্রহশালা তৈরির উদ্যোগ শুরু করে রাজ্য সরকার। মামলাকারীদের দাবি, সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য সংগ্রহশালা তৈরির কথা বলছে রাজ্য। আসলে ১০৮ একর ওই বহুমূল্য জমি প্রোমোটারদের হাতে তুলে দিতে চায় তারা।
এই মর্মে কলকাতা হাইকোর্টে দায়ের মামলায় সরকারি আইনজীবীর তরফে কী ভাবে নির্মাণকাজ হবে তার ব্যাখ্যা দেওয়া হয়। তবে ফাঁকা জায়গায় কী হবে তার কোনও জবাব দিতে পারেনি সরকারপক্ষ।
এর পরই আদালত জানায়, আলিপুর সংশোধনাগারের প্রতিটি ইটে ইতিহাস লুকিয়ে রয়েছে। তাই কোনও অবস্থাতেই হেরিটেজ এই কাঠামো ভাঙার অনুমতি দেওয়া যায় না। ১৮ মে ফের মামলার শুনানি পর্যন্ত যাবতীয় নির্মাণকাজ বন্ধ থাকবে বলে নির্দেশ দিয়েছে আদালত।
এই নিয়ে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আলিপুর সংশোধনাগারের বন্দিদের ইতিমধ্যে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সরকার কোনও হেরিটেজ কাঠামো ভাঙছে না। হেরিটেজ কী করে সংরক্ষণ করতে হয় তা আমরা জানি। আমরা আদালতকে সব বুঝিয়ে বলবো।