মেদিনীপুর শহরে ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু সংক্রমণ। এরই মধ্যে বৃহস্পতিবার ফের জেলায় ডেঙ্গু সংক্রমনে মৃত্যুর ঘটনা ঘটে। এই নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা হলো তিন। তাছাড়াও দিন কয়েক আগে পৌরসভা এবং বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে বেআইনি বিদ্যুৎ সংযোগ থেকে এক হকারেরও মৃত্যু হয়েছে। শহরে কেন ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে? কেনই বা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গুর সংক্রমণ? এছাড়াও বেআইনি হকার উচ্ছেদ করে শহরের প্রধান রাস্তাগুলো সম্প্রাসারণ সহ একাধিক প্রশ্ন তুলে এদিন বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি আশীর্বাদ ভৌমিকের নেতৃত্বে মেদিনীপুর পৌরসভার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি।
তাদের দাবি, পৌরসভার অবহেলাতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ডেঙ্গু সংক্রমণ। আশীর্বাদ ভৌমিক জানান যে, মেদিনীপুর পৌরসভার পৌরপিতা শুধুমাত্র স্টান্টবাজি করছেন মিডিয়ার সামনে, শহরকে যানজট মুক্ত করা, ডেঙ্গু নিয়ন্ত্রনে কোনো সদিচ্ছা নেই। মানুষের মৃত্যু নিয়ে ছেলেখেলা করছেন। যদি উনি ওনার দায়িত্ব পালন করতে না পারে তবে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করুন। মানুষকে স্বচ্ছ পৌর পরিষেবা দিতে ব্যর্থ। যদি উনি পদত্যাগ না করেন তবে আগামী দিনে সাধারণ মানুষ ওনাকে গদি থেকে টেনে নামিয়ে দেবে। এই কর্মসূচিকে ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পৌরসভার সামনে। দেখলে মনে হবে যেন কোনো জঙ্গি অভিযান চলছে।
আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা সম্পাদক তপন ভুঁইঞা, মন্ডল সভাপতি দেবাশীষ দাস, মহিলা নেত্রী পারিজাত সেনগুপ্ত সহ প্রায় পাঁচ শতাধিক কর্মী ও সমর্থক।