হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বিজেপি, কেন্দ্রীয় বাহিনীর রায় কাল

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন ১০৮টি পুরসভা নির্বাচন যাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে করা হয় তার জন্য সর্বোচ্চ আদালতে যাব। আর আজ সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছে এই মর্মে আবেদন। তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ, বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে, আগামীকাল শুক্রবার মামলাটির শুনানি হবে।

সুপ্রিম কোর্ট এই কথা জানিয়ে দেওয়ায় জোর আলোড়ন পড়ে গিয়েছে। কারণ ২৭ ফেব্রুয়ারি ১০৮টি পুরসভা নির্বাচন হবে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, কেন্দ্রীয় বাহিনী নয়, ১০৮ পুরসভা নির্বাচনের দায়িত্বে থাকবে রাজ্য পুলিশ। মোট মোতায়েন করা হবে ৪৪ হাজার পুলিশ। প্রতি বুথে থাকবে সশস্ত্র নিরাপত্তারক্ষী। এখানেই আপত্তি বঙ্গ–বিজেপি নেতাদের। বিজেপির পক্ষ থেকেই এই মামলা সর্বোচ্চ আদালতে দায়ের করা হয়েছে।ট্রেন্ডিং স্টোরিজ

সুপ্রিম কোর্ট সূত্রে খবর, বিজেপির পক্ষ থেকে আবেদন করা হয়েছে, ১০৮ পুরসভার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে যাবতীয় সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের হাতেই ছেড়েছে কলকাতা হাইকোর্ট। এই সিদ্ধান্তের বিরোধিতা করেই সর্বোচ্চ আদালতে পিটিশন দাখিল করেছে বিজেপি। এখন দেখার এই বিষয়ে সুপ্রিম কোর্ট কি রায় দেয়।

ঠিক কী বলেছিল কলকাতা হাইকোর্ট?‌ এই বিষয়ে বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন, যেসব পুরসভায় নির্বাচন রয়েছে সেসব এলাকার বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠকে বসবে রাজ্য নির্বাচন কমিশন। বৈঠকে আধাসেনা মোতায়েন নিয়ে লিখিত সিদ্ধান্তে আসতে হবে। যদি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত না নেওয়া হয় সেক্ষেত্রে নির্বাচনের দিন যেসব জায়গায় হিংসার ঘটনা ঘটবে তার জন্য রাজ্য নির্বাচন কমিশনার ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করলে তার কারণ কমিশনকে লিখিত আকারে আদালতকে জানাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.