প্রকাশ্যে আসরানীর সম্পত্তির পরিমাণ! অভিনয়, বিজ্ঞাপন থেকে উপার্জিত কত টাকা রেখে গেলেন অভিনেতা

৮৪ বছরে প্রয়াত হয়েছেন গোবর্ধন আসরানী। বলিউডে শুধু আসরানী নামেই পরিচিত ছিলেন তিনি। সোমবার মুম্বইয়ের আরোগ্য নিধি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা। তার পর থেকেই শোকস্তব্ধ বলিউড। এর মাঝেই প্রকাশ্যে এল আসরানীর সম্পত্তির পরিমাণ।

স্ত্রী মঞ্জু আসরানীর সঙ্গে থাকতেন বর্ষীয়ান অভিনেতা। মঞ্জুও একসময় বলিউডে ‘কবিলা’, ‘তপস্যা’, ‘চাঁদি’র মতো বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন। ‘আজ কি তাজ়া খবর’, ‘নমক হারাম’-এ স্বামী-স্ত্রীর প্রথম দেখা হয়েছিল।

অভিনয় থেমে থাকেনি কোনওদিন। মারা যাওয়ার কয়েক দিন আগেও শুটিং করেছেন আসরানী। ফলে অর্থাভাব হয়নি তাঁর। জানা যাচ্ছে, ৪০ থেকে ৫০ কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন আসরানী। অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও একাধিক ব্র্যান্ডের হয়ে প্রচারও করতেন তিনি। ছবি ও সিরিজ়ে অভিনয়, পরিচালনা, ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে মোটা টাকা উপার্জন করেছিলেন তিনি।

রাজনৈতিক দিক থেকেও সচেতন মানুষ ছিলেন আসরানী। তাঁর মৃত্যুতে শোকবার্তা এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে। প্রধানমন্ত্রী লিখেছেন, অভিনেতার কৌতুকাভিনয় যে কোনও পরিস্থিতিতে নির্মল আনন্দ দিয়েছে। একই ভাবে তিনি অভিনয়ের অন্যান্য ধারাতেও সমান পারদর্শী ছিলেন। বিনোদনদুনিয়ায় সদ্যপ্রয়াত অভিনেতার অবদান মনে রাখবে আগামী প্রজন্ম।

আসরানী নিজেও তাঁর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি রাজনীতিতে সরাসরি জড়িত না হলেও, পরোক্ষ ভাবে যোগাযোগ ছিল। তিনি বলেছিলেন, “আমার দুর্দিনে পাশে পেয়েছিলাম ইন্দিরা গান্ধীকে। তিনি আমায় কাজ পেতে সহযোগিতা করেছিলেন।”

উল্লেখ্য, দীর্ঘ দিন অসুস্থতায় ভুগছিলেন আসরানী। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ফুসফুসে জল জমেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.