আজ সারা দেশের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৭৭তম স্বাধীনতা দিবস। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, কচিকাঁচা থেকে আবালবৃদ্ধবনিতা সবাই মেতে ওঠে ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপনে। সকাল থেকেই সব এলাকা জাতীয় পতাকায় ঢেকে গিয়েছে। রাজনৈতিক দলগুলোও নিজেদের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহায়তায় আজ জেলার মূল অনুষ্ঠানটি হয় জেলা শাসকের অফিস প্রাঙ্গন সংলগ্ন মাঠে।
সকাল ৯টায় জেলা শাসক খুরশিদ আলি কাদরী জাতীয় পতাকা উত্তোলন করেন। জেলা শাসক তাঁর বক্তৃতায় বলেন যে, আমি এই জেলায় কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। এই জেলা ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরার মাটি, এই মাটি বীরভূমি। সরকারের যেসব উন্নয়ন প্রকল্প আছে সেইগুলোকে আপনাদের সহযোগিতায় এগিয়ে নিয়ে যেতে হবে।।জেলা শাসকের কার্যালয়ে পুলিশের নানান কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। পাশাপাশি মেদিনীপুর জেলা পরিষদে পতাকা উত্তোলন করেন জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি। জেলা তৃণমূল কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি সুজয় হাজরা।
অন্যদিকে মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ আজকের দিনে নিজেকে সকাল থেকেই ব্যস্ত রেখেছেন নানান অনুষ্ঠানে। সকালে নিজের বাংলোয় পতাকা উত্তোলন করেন। তারপর জাতীয় পতাকা নিয়ে বাইক র্যালি, রেল কলোনী এলাকার দুঃস্থদের জন্য বই এবং বস্ত্র বিতরণ করেন।