বিপুল পরিমাণে অস্ত্র, গোলা বারুদ সহ ৪০ কেজি মাদক বোঝাই পাক নৌকা ধরা পড়ল গুজরাটের উপকূলে। বাজেয়াপ্ত মাদকের বাজার দর ৩০০ কোটি টাকারও বেশি। এই ঘটনায় ২৬/১১ ধাঁচে হামলার ছক কষা হয়েছিল বলে অনুমান করা হচ্ছে।
একটি পাকিস্তানি মাছ ধরার নৌকা ভারতীয় জলসীমার ভেতরে ঢুকে পড়েছিল সোমবার রাতে। গুজরাট পুলিশের সন্ত্রাসবাদ বিরোধী শাখার থেকে পাওয়ার তথ্যের ভিত্তিতে ১০ ব্যক্তি সহ পাকিস্তানি নৌকাটিকে আটক করে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। সোমবার আল সেহেলি নামে নৌকাটি এবং ধৃত ১০ জনকে গুজরাটের ওখায় জিজ্ঞাসাবাদ ও বিশদ তদন্তের জন্য আনা হয়েছে।
উপকূল রক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৫ ও ২৬ ডিসেম্বর রাতেও অভিযান চালানো হয়। পাকিস্তানের জলসীমার কাছে মোতায়েন ছিল উপকূলর রক্ষী বাহিনীর জাহাজ। তারাই আল পেহেলি নামে পাকিস্তানি মাছ ধরার নৌকোটিকে আটক করে ছিল। নৌকোটিতে অস্ত্রশস্ত্র গোলাগুলি ও ৩০০ কোটি টাকা মূল্যের ৪০ কেজি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে।