পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে হিংসার কারণে ও জীবনের ভয়ে ১৩৩ জন সোমবার অসমের ধুবরি জেলায় আশ্রয় চেয়েছিলেন। মঙ্গলবার টুইটারে এ কথা জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এ ব্যাপারে সহায়তা করায় বিশ্বশর্মাকে কৃতজ্ঞতা জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
হিমন্তবাবু টুইটারে জানিয়েছেন, “আমরা তাদের একটি ত্রাণ শিবিরে আশ্রয় দিয়েছি, সেইসাথে খাদ্য ও চিকিৎসা সহায়তা দিয়েছি।” পালটা শুভেন্দুবাবু মঙ্গলবার টুইটারে জবাব দিয়েছেন।
শুভেন্দুবাবু লিখেছেন, “আমি অসমের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই; তিনি পশ্চিমবঙ্গের যন্ত্রণাগ্রস্ত বিরোধী দল ও কর্মকর্তাদের ত্রাণ দেওয়ার জন্য, বিশেষ করে বিজেপির যারা, যারা বারবার নির্বাচন সংক্রান্ত সহিংসতার শিকার হচ্ছেন এবং অসম রাজ্যের কাছাকাছি থাকার কারণে তারা পার হওয়া নিরাপদ বলে মনে করছেন।
তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়ায় দয়া করে আমার কৃতজ্ঞতা গ্রহণ করুন।“