বিশ্বজুড়ে ওমিক্রন আতঙ্কের মধ্যেই পদ্মাপার থেকে এলো খারাপ খবর। বাংলাদেশের ঝালকাঠিতে যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ আগুন লেগে গেল। এমনকী এই অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ আগুন লাগে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৮ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁরা এখন হাসপাতালে চিকিৎসাধীন। তবে আগুন লাগায় অনেকে জলে ঝাঁপ দেন। তার জেরে লঞ্চের কয়েকজন যাত্রী এখন নিখোঁজ। সেখানে উদ্ধারকারী দল নেমেছে। নামানো হয়েছে ডুবুরি বলে জানিয়েছেন জেলা প্রশাসক মহম্মদ জোহর আলি।ট্রেন্ডিং স্টোরিজ
প্রশাসন সূত্রে খবর, এই লঞ্চটির নাম ‘এমভি–১০ অভিযান’। এটিতে করে এক হাজার সংখ্যার মতো যাত্রী ঢাকা থেকে বরগুনা যাচ্ছিলেন। কিন্তু লঞ্চ সুগন্ধী নদী মাঝে এগোতেই তাতে আগুন লাগে যায়। ফেরারও কোনও উপায় ছিল না। তৎক্ষণাৎ কোনওরকমে লঞ্চটিকে দিয়াকুল গ্রামে নোঙর করানো হয়। এই পরিস্থিতি দেখে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। আর নদীতে ঝাঁপ দেন প্রাণ বাঁচাতে। তাতেই নিখোঁজ হয়েছেন বহু যাত্রী।
এই লঞ্চের আগুন নেভাতে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। শুক্রবার ভোর ৫টা পর্যন্ত চলে আগুন নেভানোর কাজ। এখানে ঘন কুয়াশার জন্য উদ্ধারকাজ করতে সমস্যা হয় উদ্ধারকারী দলের। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে লঞ্চের ইঞ্জিন থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের।