লাভ জিহাদের ঘটনা প্রায় রোজই হচ্ছে। এবার ঘটল অন্যরকমের ঘটনা। সহপাঠীনী যাতে ভালো রেজাল্ট না করতে পারে সেই জন্য অ্যাসিড দিয়ে হাত পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল আরিফ সাহ নামে এক কিশোরের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই ওই কিশোর পলাতক। এই ঘটনা বীরভূমের নলহাটি থানার মেহেগ্রামের।
জানাগেছে, মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় এক থেকে দশের মধ্যে স্থান পাওয়ার জন্য পড়াশোনা করেছে নলহাটির মেহেগ্রামের রাজলক্ষী দে। কিন্তু সে যাতে সাফল না হয় তার জন্য এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী রাজলক্ষীর ডান হাতে অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়া অভিযোগ তারই সহপাঠী আরিফ সাহ’র বিরুদ্ধে। হতভাগ্য মাধ্যমিক পরীক্ষার্থী রাজলক্ষ্মী তেজহাটি জেএম হাইস্কুলের ছাত্রী। তার বাড়ি বীরভূমের নলহাটি থানার মেহেগ্রামে। গত ২১ তারিখ রাতে রাজলক্ষী তার বাড়িতে পড়াশোনা করছিল। সেই সময় আরিফ সাহ নামে তারই স্কুলের এক বন্ধু তাকে উপহার দেওয়ার জন্য ডাকে। বন্ধুর ডাকে সে বাড়ির বাইরে বের হলে তার হাতে উপহার দেওয়ার নাম করে একটি চিঠি দিয়ে ডান হাতে অ্যাসিড ঢেলে দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।
সেই সময় তার মা পাশে বাড়িতে গিয়েছিলেন। রাজলক্ষ্মীর চিৎকার শুনে তার মা ছুটে আসেন। এরপর ওই ছাত্রীকে প্রথমে নলহাটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রীর মা জানিয়েছেন, অ্যাসি ঢেলে দিয়ে আরিফ বলেছিল, তোকে পরীক্ষা দিতে দেবো না। দেখ কেমন জব্দ করলাম, এই বলে সে পালিয়ে যায়। চিঠিতেও সেই একই কথা লিখেছে।
দু’দিন ধরে সেখানেই তার চিকিৎসা চলছিল। তার ডানহাত পুড়ে কালো হয়ে গেছে। হাত ফুলে রয়েছে। তবু পরীক্ষা দেওয়ার জন্য আজ সকালে সে ছুটি নিয়ে বাড়ি ফিরে আসে । তবে আজ রাইটার নিয়ে সে পরীক্ষা দেবে বলে জানায়। বিষয়টি জানিয়ে নলহাটি থানায় অভিযুক্তকের নাম উল্লেখ না করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ।