তারাপীঠে ধুন্ধুমার। ক্রিসমাসের আবহে উত্তেজিত হয়ে পড়েছেন মানুষজন। তারাপীঠে সুজাতা মুখার্জীর মৃত্যু ঘিরে উত্তাল জনতা। সংশ্লিষ্ট চিকিৎসকের শাস্তির দাবিতে তারাপীঠে মিছিল।
দাবি, রামপুরহাটের ‘আশা’ নার্সিংহোমে ভুল চিকিৎসার শিকার হয়ে মারা গিয়েছেন সাহাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য ও তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখার্জীর স্ত্রী। তাঁর স্ত্রী সুজাতা মুখার্জীর মৃত্যুকে কেন্দ্র করেই তারাপীঠে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।
পরিবারের অভিযোগ, গায়নাকলোজিক্যাল সমস্যার কারণে নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন সুজাতা মুখার্জী। তাঁকে চিকিৎসক অশোক চ্যাটার্জী মদ্যপ অবস্থায় জোর করে অস্ত্রোপচার করার কথা বলেন। এবং তাঁর অপারেশনও হয়। পরে চিকিৎসার ত্রুটির কারণে তাঁর মৃত্যু হয় বলে দাবি তাঁর পরিবারের। এই ঘটনার প্রতিবাদে তারামাতা সেবায়েত সংঘের উদ্যোগে তারাপীঠে এক মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটিতে তারাপীঠের শত শত মানুষ অংশ নেন এবং সুজাতা মুখার্জীর ছবি-সহ তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিযুক্ত চিকিৎসকের কঠোর শাস্তির দাবি জানানো হয়। মিছিলকারীরা বলেন, অসতর্ক ও মদ্যপ অবস্থায় চিকিৎসা করে মানুষের জীবন নিয়ে খেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দোষীর উপযুক্ত শাস্তি চাই। সংশ্লিষ্ট মহলের দাবি, এই ঘটনার পর প্রশাসনিক মহল এবং স্বাস্থ্য দফতর চাপের মুখে পড়েছে। এলাকার মানুষ অবিলম্বে দোষীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।