অপেক্ষা করতে হবে তেন্ডুলকর-অ্যান্ডারসনকে! ইংল্যান্ডে গিয়ে পতৌদি ট্রফিই খেলবেন শুভমনেরা

অবশেষে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের নাম পতৌদি ট্রফি থেকে বদলে তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফি করার সিদ্ধান্ত নিয়েছিল তারা। সেই সিদ্ধান্ত বদল হয়েছে। আপাতত নাম বদলাচ্ছে না। অর্থাৎ, শুভমন গিলেরা ইংল্যান্ডে গিয়ে পতৌদি ট্রফিই খেলবেন।

এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মুখপাত্র। তিনি বলেন, “আসন্ন সিরিজ় পতৌদি ট্রফি নামেই খেলা হবে।” ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মনসুর আলি খান পতৌদি এবং তাঁর বাবা ইফতিকার আলি খান পতৌদির সম্মানে ২০০৭ সাল থেকে পতৌদি ট্রফি দেওয়া শুরু হয়। সেই নাম এখনই বদলাচ্ছে না।

কিছু দিন আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড পতৌদি পরিবারকে চিঠি দিয়ে জানায়, তারা আর পতৌদি ট্রফিটি ব্যবহার করতে চায় না। পরিবর্তে নতুন ট্রফি নিয়ে আসতে চায়। বিসিসিআইকেও বিষয়টি জানানো হয়। নতুন ট্রফি দু’দেশের দুই প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর এবং জেমস অ্যান্ডারসনের নামে করার প্রস্তাব দেয় ইসিবি। দুই দেশের হয়ে এই দুই ক্রিকেটারই সবচেয়ে বেশি টেস্ট খেলেছেন। তাই তাঁদের নামেই নতুন সিরিজ়ের প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাবের বিরোধিতা করেনি বিসিসিআই। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্তা বলেন, ‘‘দু’দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলা ক্রিকেটারদের নামে নতুন ট্রফির নামকরণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। মনে হয় না বিসিসিআই আপত্তি করবে। তা ছাড়া ইংল্যান্ডের মাটিতে আয়োজিত টেস্ট সিরিজ়ের জয়ী দলকে কী ট্রফি দেওয়া হবে, সেটা ইসিবির এক্তিয়ারের মধ্যে পড়ে।’’

তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রস্তাব ভাল ভাবে নেননি পতৌদির স্ত্রী শর্মিলা ঠাকুর। তিনি বলেন, “যদি ভারতীয় ক্রিকেট বোর্ড পতৌদির অবদান মনে রাখতে না চায়, তা হলে সেটা তাদের সিদ্ধান্ত।” তাঁর পাশে দাঁড়ান ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্কর। উল্লেখ্য ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়ের (বর্ডার-গাওস্কর ট্রফি) সঙ্গে যুক্ত রয়েছে তাঁর নাম। গাওস্কর বলেন, “ইংল্যান্ড ও ভারতীয় ক্রিকেটে পতৌদিদের অবদানকে অসম্মা করা হচ্ছে। আমি আশা করছি, কোনও ভারতীয় ক্রিকেটার এটা চাইবে না।”

এই বিতর্কের পরেই নিজেদের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আপাতত ভারত ও ইংল্যান্ডের মধ্যে যে পাঁচটা টেস্ট হবে তা পতৌদি ট্রফি নামেই খেলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.