হেমন্ত শেষে তিলোত্তমায় এখন মৃদু পায়চারি দিচ্ছে শীত, সকালে ঘাসের আগায় শিশিরের ঝলক জানান দিচ্ছে শীত এসে গিয়েছে। তবুও ওঠানামা করছে তাপমাত্রার পারদ। মঙ্গলবারের পর বুধবারও কলকাতায় বাড়ল তাপমাত্রার পারদ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েক দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে কিছু দিন পরই শহরে আবার পারদ পতনের সম্ভাবনা রয়েছে। উত্তুরে হাওয়ার দাপট জোরালো না থাকার কারণেই শহরে তাপমাত্রা বেড়েছে। তবে সকাল ও রাতের দিকে ঠান্ডার আমেজ বজায় থাকবে রাজ্যজুড়ে। বেলা গড়ালে অবশ্য ঠান্ডার শিরশিরানি ভাব উধাও হয়ে যাবে।