কাশ্মীরের সর্বত্র তাপমাত্রার পারদ নীচের দিকেই। কাশ্মীরের মধ্যে সোমবার সবথেকে শীতলতম ছিল গুলমার্গ, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস কমেছে, রবিবার রাতে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৬ ডিগ্রি সেলসিয়াস।
কাশ্মীরের অন্যত্র এখন জাঁকিয়ে ঠাণ্ডা। পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.৬ ডিগ্রি সেলসিয়াস। লাদাখের লেহ-তে মাইনাস ৯.০ ডিগ্রি ও কার্গিলে মাইনাস ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। জম্পেশ ঠাণ্ডায় কাঁপছে জম্মুও, সেখানে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। উঁচু পাহাড়ে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।